পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বাদশ খণ্ড.djvu/৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নব বর্ষের বঙ্গদর্শনের বৈশাখ সংখ্যা বৈশাখের প্রথম সপ্তাহেই প্রকাশিত হইবে । এই সংখ্যায় সাহিত্যাচাৰ্য্য শ্ৰীযুক্ত অক্ষয়চন্দ্র সরকার, শ্ৰীযুক্ত বিপিনচন্দ্র পাল, শ্ৰীযুক্ত অক্ষয়কুমার মৈত্রৈয়, শ্ৰীযুক্ত জগদানন্দ রায় মহাশয়গণের বিবিধ রচনা ও কোন সুপ্রসিদ্ধ ঔপন্যাসিকের ক্রমশ প্রকাগু উপন্যাস, ও শ্রেষ্ঠ গল্প ও নক্স-লেখকগণের ছোট গল্প ও নক্সা প্রভৃতি থাকিবে । নববর্য হইতে নূতন বন্দোবস্তামুযায়ী, গ্রাহকগণ ১০ই তারিখের মধ্যে প্রতিমাসের কাগজ পাইবেন । গ্রাহক মহোদয়গণ ৩০ শে চৈত্রের মধ্যে আগামী বর্ষের মূল্য ৩৮০ মণিঅর্ডার করিলে সুবিধা অনুভব করিব । যাহারা মণিঅর্ডারে টাকা পাঠান অসুবিধা মনে করেন, র্তাহীদের নিকট ৩le)• চার্জ করিয়া বৈশাখের সংখ্যা ভিপিতে প্রেরিত হইবে । গ্রাহক মহাশয়গণের ৰণহীরও কোন বক্তব্য থাকিলে ৩০শে চৈত্র মধ্যেই অনুগ্রহ করিয়া জানাইবেন ।