পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 е е ॥ चैलश्कब्र ॥ चैकब्रt१ निप्राशन,-१ र६नङ्ग ८फ़जবৈশাখ-মাসে সৈন্তদল আসিয়া জুটে । আদালী চৈত্রপৰ্য্যস্ত মথুরায় ছিল। সেজন্ত আমরা নুতন দেশবিজয়াদির কোনও ব্যবস্থা করিতে পারি নাই। অস্তুৰ্ব্বেলী ( দোয়াব ) প্রভৃতি প্রদেশ হইতে আমাদের যে শাসন উচ্ছিন্ন হইয়াছিল, তাহার পুনঃপ্রতিষ্ঠার জন্ত সখারাম পস্তকে এহাজার ও বিঠ ঠলপন্ত, গঙ্গোব ও অন্তাজী প্রভূতি সর্দারকে ২•হাজার সৈন্ত দিরা পঠাইয়াছিলাম। সে সকল প্রদেশে এখন পূর্ববৎ বন্দোবস্ত-ব্যবস্থা হইয়াছে। বৈশাখ ও জ্যৈষ্ঠ—এই দুই মাস আমরা অবসর পাইয়াছিলাম। সেই সময়ের মধ্যে, পূৰ্ব্বে যে গোলযোগ ও বিশৃঙ্খলা ঘটিয়াছিল, তাহা নিৰায়ণ করিয়াছি । * * * শেষোক্ত বাক্যদুইটি পাঠ করিলে পষ্টই বুঝিতে পারা যায় যে, বৈশাখমাসের পূৰ্ব্বেই আদালী ভারতবর্ষ ত্যাগ করিয়াছিলেন। এই প্রমাণে কীনের উক্তি সৰ্ব্বতেভাবেই খণ্ডিত হইতেছে। আঙ্গালী লইয়। যখন #তখন অস্তাজী-জঙ্ক মহারাষ্ট্রীয় সর্দার এসহস্র সৈন্য সহ তথায় উপস্থিত ছিলেন। ইতঃপূৰ্ব্বেযে অহদনামার বিষয় বর্ণিত হইয়াছে, তাহার সর্ত-অনুসারে এই মহারাষ্ট্রীয় সর্দার পেশওয়ের পক্ষ হইতে দিল্লীর শাস্তিরক্ষার ভার প্রাপ্ত হইয়াছিলেন । মোগলদিগের প্রাচীন রাজধানী দিল্লী মহারাষ্ট্রীয় সর্দারের রক্ষণাধীন হওয়ায় অনেক আমীয়ের পক্ষে তাহা ঘোরতর অবুজ্ঞাজনক বলিয়া বোধ হইয়াছিল। আন্দালীর সহায়তাগ্রহণ ভিন্ন মহারাষ্ট্র-আধিপত্য তিরোহিত হইবে না ভাবিয়া, দিল্লীর অনেক প্রধান ব্যক্তি আব্দালীকে গোপনে অভ্যর্থিত করিতেছিয় নজীবী-নামক প্রসিদ্ধ রোপ্তি কারণে বাহত আদালীর বির । বঙ্গদর্শন । [8जार्छ স্থাও যুদ্ধকালে সসৈন্যে তাহার সহিত মিলিত হইলেন। অন্তাজী মাণিকেশ্বর তখন প্রমাদ গণিলেন । তিনি তথাপি প্রাণপণে শত্রুর সম্মুখীন হইতে ভীত হন নাই। পূৰ্ব্বোস্থত কৃষ্ণ জোশীর পত্রের শেষ অংশে অস্তাজীর বীরত্বের প্রশংসাবাদ পরিদৃষ্ট হয়। র্তাহার ৫হাজার সৈন্তের মধ্যে ২॥eহাজার নিহত হইলে, তিনি পলায়ন করিতে বাধ্য হন। র্তাহার পুত্রও অশেষ বীরত্ব প্রকাশ করিয়া রণস্থলে প্রাণত্যাগ করেন । আগ্ৰায় নারেশঙ্কর ও সমশের বাহাদুর নামে দুই মহারাষ্ট্রীয় সর্দার ছিলেন। তাহারা আব্দালীকে বাধা দিবার কোনও চেষ্টাই না করিয়া পলায়নপুৰ্ব্বক আত্মরক্ষা করেন। নারোশঙ্করের বিরুদ্ধে নানাপ্রকার দুৰ্ব্ব্যবহারের অভিযোগ হইয়াছিল। রঘুনাথ রাওয়ের একখানি পত্রে তাহার সম্বন্ধে তদন্ত করিয়া তাহাকে শাস্তি দিবার সঙ্কল্পের উল্লেখ দেখিতে পাওয়া যায়। a-সহস্ৰাধিক সৈন্তসংগৃহীত হইলে রঘুনাথ রাও আদালীর বিরুদ্ধে দিল্লী-অভিমুখে যাত্রা করিতেছিলেন। মহলার রাও যদি তাহাতে পদে পদে বিঘ্ন উপস্থিত না করিতেন ও আঙ্গালী আর দুইতিনমাস দিল্লীতে থাকিতেন, তাহা হইলে রঘুনাথ রাওয়ের সহিত তাহার সংঘর্ষ অনিবাৰ্য্য হইয় উঠিত। যুদ্ধবিদ্যায় রঘুনাথ রাওয়ের যেরূপ অভিজ্ঞতা ছিল, তাহার বিষয় চিন্তা করিলে মনে হয়, যদি সেপ্টেম্বর বা নবেম্বর পর্য্যন্ত আহম্মদ শাহ আবালী ভারতবর্ষ ত্যাগ না করিতেন, তাহ ছইলে পাণিপথের যুদ্ধের পরিণাম মহারাষ্ট্রীয়দগের পক্ষে সম্ভবতঃ অগুভকর হইত না । ঐ সখারাম গণেশ দেউস্কর ।