পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S e R কাতা হইতে বাটী আসিবার উদ্যোগে আছেন, এমন সময় সহসা একদিন যুগপৎ শাশুড়ীর অশ্রুসিক্ত এবং শুশলীদের ব্যঙ্গপূর্ণ দুইখানি চিঠি তাহার হস্তগত হইল। শাশুড়ী লিখিতেছেন, “হীরের আংটি কোথায় পাব বাবা ? যা কিছু তোমার শ্বশুরের ছিল, সুকু ছোট মেয়ে, তার বিয়েতে খরচ করেচেন । হীরে, তা তুমিই আমাদের হীরে-মাণিক ! মাকে একটু বুঝিয়ে বলে বাপ্‌ আমার !” খালীর একজোট হইয়া লিখিয়াছিলেন— ক্লিগে ঘোষ-মোশাই, আবার আংটি-বদল নাকি ? না নতুন পাস দিয়ে পায়। বেড়ে গেছে ? তা ভাই মথুরার রাজতক্তে বসে তোমার হীরে-মতির দরকার হতে পারে, কিন্তু ব্রজধামের দুঃখিনী স্থায়ঃ দের প্রেমভিখাঞ্জি সে বনফুল মাত্র "ল্ল ফেরৎ ডাকে বিরজামোহন উত্তর লিখিলেন যে, অঙ্গুরীয়ের কথা শুনিতে তাহদের বোধ হয় ভুল হইয়াছে এবং জামাইষষ্ঠীর সময় নিশ্চয় তিনি শ্বশুরালয়ে উপস্থিত হইবেন । এদিকে কিন্তু রাগ করিয়া বাড়ী যাওয়া বন্ধ করিয়া দিলেন, বাপ মাকে কোন কথা লিখিলেন না। .বিনোদলালবাবুর বাট কোন্নগরের অদূরে, প্রত্যহ তিনি ট্রেণে কলিকাতায় যাতায়াত করেন। যথাসময়ে জামাতার চিঠির উত্তর পাইয়া মেয়ের ভারি খুলী হইলেও, তিনি বুঝিলেন, অতঃপর বেহুইবেহাইনের সহিত প্রকাশু কলহ জ্ঞ লজ্জায় পড়িয়া বিরজ পিতাম অপেক্ষা না করিয়াই ষষ্ঠীবাটার

  • 盟園

বঙ্গদর্শন । জ্যৈষ্ঠ। করিয়াছে, কিন্তু ইহার পরিণাম তাহদের পক্ষে ভাল হইবে না। সাত-পাট ভাবিয়া, কাহাকেও কিছু না বলিয়া তিনি মাসে মাসে টাকা দিবার কড়ারে জামাতার জন্ত স্বর্ণ কারের দোকানে হীরকাঙ্গুরীয়ের ফরমাইস দিলেন এবং বিনয়নম্র ভাষায় বৈবাহিক মহাশয়কে পত্র লিখিলেন যে, তিনি বিরজার জন্ত আংটির ব্যবস্থা করিয়াছেন । সে কথা বিরজমোহনের অগোচর রহিল না। কয়বছর ছাত্রবৃত্তি পাইয়। কিছু টাকা তিনি সঞ্চয় করিয়াছিলেন । তার উপর বন্ধুদের কাছে কিছু ধার করিয়া হামিলটনের বাড়ী তিনি এক নূতনতর হীরকাঙ্গুরীয়ের অর্ডার দিলেন । S) জামাইষষ্ঠীর প্রভাতে হাবড়া হইতে যে ট্ৰেণখানি বদ্ধমানাভিমুখে যাত্রা করিল, তাহাকে জামাইবাবুদের গাড়ী বলিলে কিছুমাত্র অসঙ্গত হয় না । অদ্যান্ত কামরার কথা ছাড়িয়া আমরা মধ্যশ্রেণীর একখানি • গাড়ীর কথাই এখন বলিতে বসিয়াছি । কেন না, এই ক্ষুদ্র ইতিহাসের নায়ক বিরজামোহন তাহাতে অন্ততম যাত্রী । ঘটনাধীনে নব-বিবাহিত এবং শ্বশুরালয়াভিমুখ ২৫৩০ জন নবীন যুবাপুরুষ সেই একখানি গাড়ীর বিভিন্ন প্রকোষ্ঠ অধিকৃত করিয়াছিলেন । র্তাহীদের প্রায় সকলেরই পরণে কালাপেড়ে র্কোচান ধুতি, মাথায় এলবার্ট টেরি, বুকে বাধা কোচাম চাদর এবং রঙীণ সার্টের ৰক্ষকোটরে মোট সোণার চেন অনেকেরই পায়ে ফুলদার ষ্টকীং ং কোচান চাদরের উপর ফুলের ক্ষুদ্র