পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থ-সমালোচনা | 象 ---^^ c గ్రీ : , "సొ---- রেজেন্টারী-দপণ। পাকুড়ের সব রেজিষ্ট্রর শ্রীঅনুকূলচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক সঙ্কলিত ও প্রকাশিত। পঞ্চম সংস্করণ । মূল্য ॥৩ আট আন । আমাদের এইরূপ ধারণা আছে যে, লোকে আইনের মৰ্ম্ম-বিবৃতির পুস্তকের দ্বারা জ্ঞানলাভ করিয়া কার্য্য করা অপেক্ষা ব্যবসায়ীর পরামর্শ লইয়! কার্য্য করা অধি- , কতর শ্রেয় ও নিরাপদ মনে করে। এবং তাহার যে ঠিকই বুঝে, তাহাতে সন্দেহ নাই। আইন প্রতিনিয়ত পরিবত্তিত হইতেছে। যে স্থলে অfইনের পরিবর্তন হয় নাই, সে স্থলেও দেখা যায় যে, নজিরের দ্বারা আইনের অর্থের পরিবর্তন হয় ; কেন না, কথার মৰ্ম্ম সকলে একইরূপ বুঝে না ; এবং ইংরেজের আদালতে আইন অপেক্ষা নজিরের প্রভাব অধিক । এরূপ অবস্থায়, এই পুস্তকখানি পাঠ করিলেই যে, রেজেষ্টরিবিষয়ে সাধারণ লোকের পক্ষে উকীল মোক্তারের দ্বারস্থ হওয়া বন্ধ হইবে, এমন কথা বলা চলে না। তবে, আমরা এ কথা অনায়াসেই বলিতে পারি যে, রেজষ্টরা আইনের, এবং সম্পর্কযুক্ত অন্তান্ত কয়খানি আইনের, সংক্ষিপ্ত মৰ্ম্ম বেশ সরল ভাষায় এবং প্রাঞ্জলভাবে এই পুস্তকে সন্নিবেশিত হইয়াছে। যাহার রেজেষ্টরি আইনের অবগত হইবার জন্য এই পুস্তক অঙ্গ করিবেন, তাহীদের এই বিষয়ে একটা মোটা মুটি জ্ঞান নিশ্চয়ই জন্মিবে। এই পুস্তকের যখন পঞ্চম সংস্করণ হইয়াছে, তখন ইহা ষে আদৃত হইয়াছে, এ কথা বলাই বাহুল্য। গ্রন্থকারের পরিশ্রম প্রশংসনীয়। লক্ষী মা ৷ লক্ষী বউ লক্ষী মেয়ে । শ্ৰীবিধুভুষণ বস্ব কর্তৃক প্রণীত । প্রত্যেকের মূল্য (V০ ছয় আনা । এই তিনখানি ক্ষুদ্র পুস্তক, স্ত্রীপাঠ্য গার্হস্থ্য উপহাস। উপন্যাসের বৈচিত্রা এগুলিতে কিছুই নাই, এবং থাকিবার প্রয়োজনও ছিল না। যে উদ্দেশুে লিখিত, তাহ। সফল হইয়াছে। বালিকাদিগের নীতিশিক্ষার হিসাবে এই পুস্তক-তিনখানি ভালই হইয়াছে । চরিত্র একটিমাত্র ; তাহাকেই ভিন্ন ভিন্ন অবস্থায় স্থাপন -কুরিয়া তিনখানি উপন্যাস হুইয়াছে—ম, বউ এ ৰং মেয়ে, তিনটিই লক্ষ্মী বটে ; এবং এই তিনটির মধ্যে যে-কোনটি বয়স ও অবস্থা ভেদে অপরের স্থানের অধিকারিণী । সাহিত্যিক গুণপনা কিছু নাই। কিন্তু এই তিনখানি পুস্তকের বিশেয প্রশংসা এই যে, এগুলিকে আমরা অকুষ্ঠিতভাবে মাতা, ভগিনী, স্ত্রী ও কন্যার হাতে অৰ্পণ করিতে পারি। আজকালকার বাঙল উপন্যাসের হিসাবে ইছ। বড় কম প্রশংসার কথা নহে । এই পুস্তকগুলিতে পূৰ্ব্ব-বঙ্গের বাক্যব্যবহার প্রণালীর পরিচয় অনেকস্থলে পাইয়াছি ; তাহ। পরিহার করিতে পারিলে ভাল হইত।