পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গদর্শন। বিদেশী বন্ধু। --مسٹ نوحے مم~ > একটি বিশাল হ্রদ। ঐ তাহার উত্তরতীরে স্বরেন্দ্র শরচ্ছিন্ন দৈত্যজজঘার স্থায় ঘোর কৃষ্ণবর্ণ শৈলশ্রেণী,—স্ত,পাকার, বিশৃঙ্খল,— কোথাও তরুপুঞ্জে ধূসর, কোথাও নগ্নতায় বিকট, কোথা ও হ্রদগর্ভে অবগাঢ়, কোথাও বা বিজনভীম উদ্ধে উচ্ছি,তশির। আপনাদের অবশ্য একটা কোন দেশ অনুমান হষ্টতেছে—তা অনুমানই করুন, আমি কিন্তু এখন কিছু বলিব না। আরও চাহিয়া দেখুন-- পশ্চিমদিকে শৈলশ্রেণী যেন নামিয়া গিয়াছে।—ঐ একটি উপত্যক । ওখানে মামুষের বসবাস আছে। ঐ দেখুন, উপত্যক হইতে এখানে-সেখানে-ভগ্ন সোপানশ্রেণীর ন্তীয় শিলাদেহ হ্রদে অবতরণ করিতেছে এবং তাহার উৰ্দ্ধভাগে একটি সঙ্গতাকার শিলাগঠন ধুধু দেখা . যাইতেছে। ঐ একটি বাড়ী। ঐ বাড়ীতে অনেকে সাধ করিয়া গিয়া বাস করিয়া থাকে । স্থিরবদ্ধ তরঙ্গরাজির ভায় পাহাড় যখন অধীরতাড়িত তরঙ্গভঙ্গের সম্মুখীন হয় এবং আপন বক্ষে নিষ্পেষিত ব্যালোল ফেনরাজিকে মালতীমালার দ্যায় ধারণ করে—সেই নেত্রহর দৃশুটিমাত্রের দর্শনাকাঙ্ক্ষা ঐ-দেশীয় বহু যাত্রীকে ঐ অঞ্চলে আকর্ষণ করিয়৷ অনিত । • 3 হ্রদের দক্ষিণতীরে একটি সহর। এখানে আমি বিদ্যার্থী হইয়া প্রবাসী। ঐ দেশের একজন অধ্যাপকের কাছে আমি পড়িতাম । ‘এমসন’ যে রূপান্তরনিয়মে " "আমরহুমু’ হইতে পারে, সেই রূপান্তরনিয়মে আমার অধ্যাপককেও ‘পিতৃস্থমু’ বলা যাইতে পারে। কিন্তু এ সংস্কৃতনামের বারবার আবৃত্তি ছাড়িয়া শুধু ‘অধ্যাপক’নামেরই আশ্রয় লইব । আমার পণ্ডিতমহাশয়ের এরূপ একটি গৌরবাখ্যা ছিলও বটে। আমাদের অধ্যাপকের একটি দুরন্তু পুত্র ছিল , অথবা সে-দেশীয় সকল যুবাই "জামাদের কাছে অল্পাধিক ঘুরন্তু বলিয়া বোধ হয়। অধ্যাপকের-সম্পত্তির অধিকারী ঐ একমাত্র পুত্র। কিন্তু কখনও সে পড়া