পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉sb" বঙ্গদর্শন । [ २ग्न बर्ष, जांबांछ । মহেন্দ্র জানিত, তাহার মাতার হৃৎপিণ্ডের দুৰ্ব্বলতা আছে, এই কারণে এবং মাতার মুখত্রর লক্ষণ দেখিয়া সে উদ্বেগ অনুভব করিল। ম। কছিলেন-—“পরীক্ষা করিবার দর কার নাই, আমার এ ব্যামো সারিবার নহে ।” মহেন্দ্র কহিল—“আচ্ছা আজ রাত্রের মত একটা ঘুমের ওষুধ আনাইয়া দিতেছি, কাল ভাল করিয়া দেখা য়াইবে।” রাজলক্ষ্মী। ঢের ওষুধ খাইয়াছি, ওষুধে আমার কিছু হয় না! যাও মহীন, অনেক রাত হইয়াছে, তুমি ঘুমাইতে যাও! মহেন্দ্র। তুমি একটু সুস্থ হইলেই আমি যাইব । Go তখন অভিমানিনী অন্তরালবৰ্ত্তিনী বধূকে সম্বোধন করিয়া বলিলেন, “বেী, কেন তুমি এই রাত্রে মহেন্দ্রকে বিরক্ত করিবার জন্ত এখানে আমিয়াছ ?”—বলিতে বলিতে র্তাহার শ্বাসকষ্ট আরো বাড়িয়া উঠিল। তখন আশ ঘরের মধ্যে প্রবেশ করিয়া মৃদু অথচ দৃঢ় স্বরে মহেন্দ্রকে কহিল, “বাও, তুমি গুইতে বাও, আমি মার কাছে থাকিব ।” মহেন্দ্র আশাকে আড়ালে ডাকিয়া লইয়া কহিল, “আমি একটা ওষুধ আনাইতে পাঠাইলাম। শিশিতে দুই দাগ थाकिरद-७क मात्र थाeब्राश्ञा पनि ঘুম ন। আসে, তবে একঘণ্টা পরে আর এক দাগ খাওয়াইয়া দিয়ে। রাত্রে বাড়িলে আমাকে খবর দিতে ভুলিয়ে না।” রাজলক্ষ্মী দ্বারের এই বলিয়া भष्कृत नियन्त्र पर्छ ਵਿਆਿ। গেল। আশা আজ তাহার কাছে যে মূৰ্ত্তিতে দেখা দিল, এ যেন মহেঞ্জের পক্ষে নূতন। এ আশার মধ্যে সঙ্কোচ নাই, দীনতা নাই, এ আশা নিজের অধিকারের মধ্যে নিজে অধিষ্ঠিত,সেটুকুর জন্য মহেঞ্জের নিকট সে ভিক্ষাপ্রার্থিনী নহে। নিজের স্ত্রীকে মহেন্দ্র উপেক্ষা করিয়াছে, কিন্তু বাড়ীর বধূর প্রতি তাহার সন্ত্রম জন্মিল । আশা তাহার প্রতি যত্নবশত মহেন্দ্রকে ডাকিয়া আনিয়াছে, ইহাতে রাজলক্ষ্মী মনে মনে খুসি হইলেন। মুখে বলিলেন, “বেীমা, তোমাকে গুতে পাঠাইলাম, তুমি আবার মহেন্দ্রকে টানিয়া আনিলে কেন ?” আশা তাহার উত্তর না দিয়া পাখাহীতে তাহার পশ্চাতে বসিয়া বাতাস করিতে লাগিল । রাজলক্ষ্মী কহিলেন, “যাও বেীমা, শুতে যাও !” আশা মৃদুস্বরে কহিল—“আমাকে এই-- থানে বসিতে বলিয়া গেছেন ৷”—আশা জানিত, মহেন্দ্র মাতার সেবায় তাহীকে নিয়োগ করিয়া গেছে, এ খবরে রাজলক্ষ্মী খুসি হইবেন : (84 ) রাজলক্ষ্মী দেখিলেন, সাজগোজ করিয়৷ আশাকে মহেন্দ্রের কাছে পাঠান বৃথা, কারণ নিৰ্ব্বোধ আশা অদ্যান্য বিদ্যার ন্যায় মনোহরণবিদ্যাতেও অনভিজ্ঞ এবং মহেন্দ্র তাহার প্রতি দৃকপাতমাত্র করে না । এরূপ স্থলে অtশার অনাবশুক যাতায়াত দ্বারা মহেক্সকে বিরক্ত না করাই তিনি ভাল জ্ঞান করিলেন।