পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্যা । ] , চোখের বালি । >>ఏ Till rose and smote froni afar . Her elfin harps. Then sea and sky And woodland-bar and ocean-belt To one sweet note sang ‘th' valley.’ ঐ দেখুন কোথায় হ্রদের উপর ভাসিয়া ‘woodland bar, ocean-belt’ &sofoil 蟻》 প্রভাতীয় সমুদ্রাকাশের গীতমুরে উদ্বোধিত কোন একটি স্বন্দর উপত্যকায় রবার্টের চিত্ত অবরোহণ করিতেছে। ঐ সেই বিশাল হুদ– কুণ্ডলীয়মান কুয়াশার উপর স্বৰ্য্যকিরণ পড়িয়া বোধ হইতেছে, যেন কে এই বিরাটু কটাহে এই বিপুল জলরাশি উত্তপ্ত করিয়া বাষ্পায়িত করিতেছে —আজি বাঙলাদেশে বসিয়াও মনশ্চক্ষে দেখিতেছি, ঐ সেই আন্দোলিত দীৰ্ঘোৰ্ম্মিমালা—ঐ দূরে পরপারে সেই উপত্যকাটিকে জোড়ে লইয়৷ সেই সুরেন্দ্রশরচ্ছিন্ন দৈত্যজজ্যার ন্যায় ঘোর কৃষ্ণবর্ণ শৈলরাজি দণ্ডায়মান রহিয়াছে। ঐসতীশচন্দ্র রায় । খেলা । প্রেম যদি খেলা হ’ত ভাল হ’ত তবে, ভাঙা-গড়া করিতাম নিশ্চিন্তে নীরবে আপন মনের কোণে ! দূরে গেলে তুমি ংসার হ’ত না মনে শূন্ত মরুভূমি,— কাছে—নাহি কঁাপিতাম সদা আশঙ্কায়,— সমান মধুর হত মিলন-বিদায় ! প্রেম যদি বসন্তের বায়ুর মতন দুদণ্ড কাপায়ে যেত মোর কুঞ্জবন,— বুঝিতে না পারিতাম চঞ্চল উচ্ছাস হাসি দিয়ে গেল কিম্বা দিল দীর্ঘশ্বাস ! কম্পমান ক্ষণিকের মৰ্ম্মর-গাথায় সমান মধুর হত মিলন-বিদায় ! প্রেম যদি ছায়াতলে হ’ত মোর দোলা, কখনো বা মনে-করা কখনো বা ভোলা ! মুখে উচ্চে উঠি মুখে নেমে আসি নীচে, দ্রুত আগে ধেয়ে যাই, দ্রুত ফিরি পিছে! না থামিয়া মুখে-দুঃখে আশা-আশঙ্কায় সমান মধুর’ছ’ত মিলন-বিদায় !