পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নব বিকাশ । SAMMS0000SYAAA AAAASAAAA * h যেদিন ফুরাবে কাল সাঙ্গ হবে থেল', কোন ভাবে দেখা দিবে আমারে একেল ? গোধূলির সন্ধ্যাকাশে মানরশ্মিজালে ? তৃতীয়ার ক্ষীণর্চাদ গগনের ভালে ? অথবা উষার নব রবির মতন আলোকপ্লাবনধারে ভরিবে ভুবন ? যেদিন ফুরাবে কাল সাঙ্গ হবে থেল। কোন ভাবে দেখা দিবে আমারে একেলা ? চোখের বালি । --محءوه جيج بحجة يج متمسس. ( 8७ ) রাত্রেই মহেন্দ্র শষ্য ছাড়িয়া চলিয়া গেছে শুনিয়া রাজলক্ষ্মী বধূর প্রতি অত্যন্ত রাগ করিলেন। মনে করিলেন, আশার লাঞ্ছনাতেই মহেন্দ্র চলিয়া গেছে। রাজলক্ষ্মী আশাকে জিজ্ঞাসা করিলেন,-“মহেন্দ্র কাল রাত্রে চলিয়া গেল কেন ?” আশা মুখ নীচু করিয়া বলিল, “জানি না भां !” রাজলক্ষ্মী ভাবিলেন, এটাও অভিমানের কথা। বিরক্ত হইয়া কহিলেন, “डूमि জান ন ত কে জানিবে ? তাহাকে কিছু বলিয়াছিলে ?” আশা কেবলমাত্র বলিল—“না।”