পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় সংখ্যা । ] "ীর সঙ্গে একেবারেই দেখা করিবে: «آقچه ساساچtrبی می به ۹۱۱ 5 تا آ* آtقه তাহার শয়নঘরে গুইবে, কি নীচে শুই ..., তাহ কেহ বুঝিতে পারিল না। রাজলক্ষ্মী বহুষত্নে আশাকে আড়ষ্ট পুতুলটির মত সাজাইয়া কহিলেন- “যাও তু বেীমা, মহীনকে জিজ্ঞাসা করিয়া এস, তাহার বিছানা কি উপরে হইবে ?” এ প্রস্তাবে আশার পা কিছুতেই সরিল না, সে নীরবে নতমুখে দাড়াইয়া রহিল। রুষ্ট রাজলক্ষ্মী তাহাকে তীব্র ভৎসনা করিতে লাগিলেন। আশা বহুকষ্টে ধীরে ধীরে দ্বারের কাছে গেল, কিছুতেই আর অগ্রসর হইতে পারিল না। রাজলক্ষ্মী দূর হইতে বধুর এই ব্যবহার দেখিয়া বারান্দার প্রান্তে দাড়াইয়া ক্রুদ্ধ ইঙ্গিত করিতে লাগিলেন। আশা মরিয়া হইয়া ঘরের মধ্যে ঢুকিয়৷ পড়িল । মহেন্দ্র পশ্চাতে পদশব্দ শুনিয়া বই হইতে মাথা না তুলিয়া কহিল,— “এথনে আমার দেরি আছে - আবার কাল ভোরে উঠিয়া পড়িতে হইবে—আমি এইখানেই শুইব ।” কি লজ্জা ! আশা কি মহেন্দ্রকে উপরের ঘরে গুইতে যাইবার জন্ত সাধিতে আসিয়াছিল ? ঘর হইতে সে বাহির হইতেই রাজলক্ষ্মী বিরক্তির স্বরে জিজ্ঞাসা করিলেন, “কি, হইল কি ?” আশা কহিল, “তিনি વર્ષન পড়িতেছেন, নীচেই গুইবেন!” বলিয়া সে নিজের অপমানিত শয়নগৃহে আসিয়া প্রবেশ করিল। কোথাও তাহার মুখ নাই— চোখের বালি | `ම්) مبس۔ বেদনার উপরে হঠাৎ অপ্রত্যাশিত আঘাত পাইল, তাহার উপরে ঘর অন্ধকার ছিল, -- *** --Arলশ নিরুত্ত্বর আশা আজ . দ্বারে ঘ পড়িল—“বে। 2 বেী • দ ধ হত বলিয়। আশা তাড়াতাড়ি দ্বার খুলিয়া ধণা রাজলক্ষ্মী তাহার ছাপানি লইয়া সিঁড়িতে উঠিয়া কষ্টে নিশ্বাস লইতেছিলেন। ঘরে প্রবেশ করিয়াই তিনি বিছানায় বসিয়া পড়িলেন ও বাকৃশক্তি ফিরিয়া আসিতেই ভাঙা গলায় কহিলেন, “বোঁ, তোমার রকম কি ? উপরে আসিয়া দ্বার বন্ধ করিয়াছ যে ! এখন কি এইরকম রাগারগি করিবার সময় ! এত দুঃখেও তোমার ঘটে বুদ্ধি আসিল না। যাও নীচে যাও !” আশা মৃদুস্বরে কহিল—“তিনি একূল৷ থাকিবেন বলিয়াছেন।” রাজলক্ষ্মী। একৃলা থাকিবে বলিলেই হইল! রাগের মুখে সে কি কথা বলিয়াছে, তাই গুনিয়া অম্নি কি বাকির বসিতে হইবে । এত অভিমানী হইলে চলে না। बां &, *ीञ्ज यt ७ ! দুঃখের দিনে বধূর কাছে শীগুড়ির আর লজ্জা নাই। তাহার হাতে যে কিছু উপায় আছে, তাহাই দিয়া মহেন্দ্রকে কোনমতে বাধিতেই হইবে । আবেগের সহিত কথা কহিতে কহিতে রাজলক্ষ্মীর পুনরায় অত্যন্ত শ্বাসকষ্ট হইল । কতকটা সংবরণ করিয়া তিনি উঠিলেন। আশাও দ্বিরুক্তি না করিয়া তাহাকে ধরিয়া লইয়া নীচে চলিল। রাজলক্ষ্মীকে আশা তাহার শয়নঘরে বিছানায় বসাইরা, তাকিয়াবালিশগুলি পিঠের কাছে ঠিক করির দিতে