পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Ф. е. r-* বঙ্গদর্শন । • কিছু না প্রস্তুত। তবু একি চমৎকার! অভ্যাগতে ভোজের নাহিক অপ্রতুল— চৰ্ব্বা চোষ্য ভূরি আয়োজন। মাংস-যুস t মিলিত পকাল্প-সাথে, গন্ধে আমোদিত— পোলাও কাবাব কোম্ম অপর্য্যাপ্ত হেরি ' মিষ্টায় বিলান সবে অচিল ভরিয়া, হাতে হাতে বিতরেন সুমিষ্ট পিষ্টক । যথেচ্ছ ভোজনে তুষ্ট নিদ্রা ধায় সবে হাতেমের শয্যা’পরে সুখে রাত্রিভোর । পরদিন প্রাতে উঠি, বুঝি অবসর, স্বলতানের দূত কহে করজোড় করি— “দাত-অগ্রগণ্য তুমি অবনীমণ্ডলে ! ধে আসে তোমার কাছে কৰ্ভু নাহি ফিরে শূন্ত হাতে, যাহা চায় পায় সে অমনি ; মুক্তহস্ত, অমায়িক, প্রশস্তহৃদয়, ধন্ত হে হাতেম তাই, ধন্ত তব নাম ! -শুনিয়া তোমার দানস্থতি, শুনি আর বিশ্ব-প্রকীৰ্ত্তিত তব অশ্ব-গুণগান, রুমের সুলতান হেথা পাঠালেন মোরে । সে বয়াঙ্গ তুরঙ্গম-বর্ণ ঘনশ্যাম, পবন-বিজয়ী যার গতি—সেই অশ্ব, সুলতানে প্রসন্নমনে যদি কর দান, তা হলেই সার্থক তোমার দাতা-নাম, নছিলে কহেন প্রভু, এই জনরব শুনি যাহা, অর্থহীন শূন্ত কলরব !” রাজদূত কহে ববে মৃদুমন্দ স্বরে সম্রাট-সন্দেশ, নমি নম্র নতশিরে, হাতেম ভাবেন ব’সে শাস্ত-স্তব্ধ-ভাবে [ ২য় বর্ষ, আষাঢ়। 'গালে হাত দিয়ে, মগ্ন গভীর চিন্তায় ? aকহিলা ক্ষণেক পরে গম্ভীর আরবে-- “গত রাত্রে এলে ধবে, কুলসখা মোর, ভাঙিয়া বলিতে যদি প্রভুর আদেশ অবিলম্বে, পুয়াতেম সাধ, কিন্তু এৰে বৃথা আবেদন তব4 জানই ত ওহে, ক-দিন ধরিয়া কত গিয়াছে দুর্যোগ। তাম্বু আর চরভূমি, তার মধ্যদেশ ঘোর বরিযার স্রোতে জলে জলময় । উষ্ট্র-গো-মেষাদি কোন জীবজন্তু আর খুজিয়া না পাই কোন ঠাই। এ বিষম সঙ্কটে কি কয়ি কিছু ভাবিয়া না পাই । অতিথি শুকায়ে রাখি কহ কোন প্রাণে ? আপনার প্রিয়ধনে তাহীদের দানে পরায়ুখ, মম গৃহে অতিথি যাহারা ? দাতায় আদর্শ বলে’ লোকে মোরে মানে, কেমনে সে লোকমাঝে রাখি নিজ মান ? শুন তবে—সেই মোর সাধেয় তুরঙ্গ জীবনসম্পদ সখা সৰ্ব্বস্ব আমার ! সেই ফুলফুল যার পদরজোমাঝে আরামে শয়ান থাকি ঘুমাই নিৰ্ভয়ে— রেশম-কোমলস্পর্শ মুখ ! কি করিমু, কি করিমু হায় ! মোর সাধের ঘোটক— বলিদান দিমু তারে ভোজযুপকাষ্ঠে তোমাদের—সুলতানে কহ গে সত্বর ” দুতবাক্যে গরজি উঠিলা মুলতান— “অৰ্দ্ধরুমে বঁাচে যদি দুলস্থলের প্রাণ এই দণ্ডে করি আমি অদ্ধরাজ্য দান ।”* শ্ৰীসত্যেন্দ্রনাথ ঠাকুর ।

  • এই কবিতাটি পাঠ করিলেই বুঝা যাইৰে, টেনিসন তাহার The Fakon নামক ক্ষুত্র নাটিকার আখ্যানটি কোথা হইতে সংগ্ৰহ করিয়াছিলেন । সম্পাদক । -