পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তুলনা । তুমি দিয়েছিলে নারি, বাসনার স্বধ তুলি নিজ হাতে ; ওগে, উন্মদ চুম্বনে জাগাইয়া দিয়েছিলে নিখিলের ক্ষুধা, উন্মাদন ঢেলেছিলে ধরার যৌবনে! প্রেম যাহা দিয়েছিলে, সে ত প্রেম নয় ; —সে যে আত্মপ্রতিষ্ঠার শুধু নামান্তর । নর-ভাগ্য লয়ে খেলা—সে যে গো প্রলয়, তোমার মলয়-খাসে জাগে বৈশ্বানর ! আর এক জন নারি,—করুণারূপিণী মেঘচ্ছায়া দেছে রৌদ্রে ; শুষ্ক কণ্ঠে বারি ; আএ পতিতের তরে ; বিশ্ববিপ্লাবিনী দেছে প্রেমভোগবতী হৃদয়ে সঞ্চারি’ । প্রেমময়ী—ক্ষমাময়ী—স্বার্থবিরহিতা— জীবনের চিরারাধ্যা—সে মম কবিতা ' ঐগিরিজানাথ মুখোপাধ্যায় গ্রন্থ-সমালোচনা | বুদ্ব দ। ঐবিপিনবিহারী চক্রবর্তী প্রণীত। d}\ ইহা একখানি কবিতার পুস্তক। ইহাতে ৮ বলেন্দ্রনাথ ঠাকুরের যে ছবিখানি দেওয়া হইয়াছে, তাহা ভাল ছবিই হইয়াছে। গোড়ায় ওয়ার্ডসওয়ার্থ হইতে দুইছত্র তোলা হইয়াছে— “We pocts in our youth begin in gladness ; But thereof comestin the end despondency and madness.” দেখিতেছি, যাহা শেষে ঘটিবার কথা, তাহা আগেই ঘডিয়াছে। অলমতিবিস্তরেণ। ঐচন্দ্রশেখর মুখোপাধ্যায় !