পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭. क्र्ंत्रि । [ ২য় বর্ষ, ভদ্র । কষ্টি এদিকে শ্ৰীযুক্ত ভবানীচরণ চৌধুরী

  • স্নছাশয়ের সহধৰ্ম্মিণী ওরফে শ্রীমতী ইচ্ছাময়ী ।

ছুইদিনের ভিতর বাঙালীটোলার মহিলাবৃন্দকে আপনার রূপ ও গহনার ছটায় এবং শ্বশুর বিশেষত পিতৃকুলের ধনগৌরবপ্রসঙ্গে একেবারে চমকিত করিয়া তুলিলেন। ইহাতে চৌধুরাণী বলিয়া তাহার যে নামডাক রটিয়া গেল, বালক-বালিকামহলেও তাহা অজ্ঞাত রছিল না । মুহাসিকে দুইতিনবার দেখিয়া তিনি তাহার পরিচয় গ্রহণ করিয়াছিলেন বটে, কিন্তু পিতার নিষেধবশত বালিকা তাহার সম্মুখে বড় আসিত না, দূরে থাকিয়া এবং অন্ত স্থত্রে গুনিয়া শুনিয়া সে তার ভাবভঙ্গী ও গল্পগুজবের আখ্যানবস্তু যথাসাধ্য হৃদয়ঙ্গম করিয়াছিল। ইহার ফলে বালকবালিকা-মহলে দিনকতক চৌধুরাণীকে লক্ষ্য করিয়া নুতন রকমের খেলা ও আনন্দের স্বষ্টি হইল এবং বলা বাহুল্য, দুষ্ট মেয়ে সুহাসি র্তাহাকে যেমন নকল করিতে পারিত, আর কেহ তেমন নয় । ছভাগ্যক্রমে চৌধুরীমহাশয়দের আগমনের ১•১২দিন পরে দশাশ্বমেধ-ঘাটে সমবেত স্বানযাত্ৰী ছেলেমেয়েদের ভিতর মুহাসি যখন চৌধুরাণীর অভিনয় পূর্ণমাত্রায় করিয়া সকলকে হাসাইয়া হাসাইয়া পাগল করিতেছিল, স্বয়ং ইচ্ছাময়ী স্নানার্থ সদলবলে সেখানে উপনীত হইয়া স্বকৰ্ণে তাহার কভক-কতক শুনিলেন। স্বামীর দ্বার। অনুরুদ্ধ হইয়া তিনি যাহাকে পুত্রবধূ করিবেন ভাবিতেছিলেন, তাহার মুখে নিজের এইরূপ ব্যাখ্যান. গুনিয়া তিনি রোষে অভিমানে জলিয়া গেলেন। তারপর দান৷ ওছিলায় প্রতিবেশিনীদের সঙ্গে প্রকাণ্ড কলহু করিয়া স্বামীর দীর্ঘকাল কাশীবাসের সঙ্কল্প উড়াইয়া দিলেন। কাজেই পক্ষমধ্যে পত্নীবৎসল ভবানীচরণকে কলিকাতায় ফিরিয়া আসিতে হইল। ছেলে ষোড়শীচরণের সঙ্গে সুহাসির বিবাহের কথা তিনি আর গৃহিণীর কাছে পীড়িতে পারিলেন না । ( o ) এই সম্বন্ধটির উপর রায়মহাশয় পূর্ণ মাত্রায় নির্ভর করিয়াছিলেন, কিন্তু কোন জবাব না দিয়া চৌধুরীমহাশয় অকস্মাৎ অন্তহিত হওয়ায় তিনি বুঝিলেন, বিবাহ ঘটবার নহে। ভিতরের কথা কিছু জানিতে ন পারায় তিনি বড় ম্রিয়মাণ হইলেন । চৌধুরীমহাশয়দের কাশীত্যাগের সপ্তাইখানেক পরে ডাকযোগে নুতন একটি সম্বন্ধ আপনা-আপনি আসিয়া উপস্থিত হইল। পাত্রের পিতা অনেকদিন পাবনাজেলায় ডেপুটি ইন্‌স্পেক্টারি করিয়া পেনশন্‌ লাভ করিয়াছেন এবং তার পুত্রটি রসায়নবিজ্ঞানে এম্-এ. পাস কবিয়া কোনরূপ স্বাধীন জীবিক|-অর্জনের চেষ্টা করিতেছেন । পিতা লিখিয়াছেন,—“বলা বাহুল্য, আমার পুত্র রসায়নশাস্ত্রে পারদর্শিত লাভ করিয়াই নিশ্চিন্ত নহে, অন্যান্য বিজ্ঞানেও তাহার দৃষ্টি আছে। সেকালের ইংরেজীনবিশ আমরা, সকলই যুক্তির চক্ষে দেখিতাম ; কিন্তু আমার পুত্র গিরিজ সম্ভব-অসম্ভব সকল বিষয়েই যেরূপ গবেষণার সহিত অনুবন্ধ করিয়াছে, তাছাকে दिङांनहे वजून, कि उख्ठिड्हे बनून,