পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম সংখ্য* ] স্বয়ম্বর। ૨.૭૧ কবিবর সেক্ষপীয়রের সেই চরণ-ফুটি মনে করিয়া বলিতে হয়, যে নামেই ডাক, অন্য নামে গোলাপের সুবাস সমান । এই সকল মৌলিক তত্ত্ব আবিষ্কার করিয়া সে স্বাধীন জীবিকায় পথ খুলিতে চাহে। কিন্তু তাহাতে মূলধনের দরকার। আমার তত সঞ্চয় নাই । শুনিলাম, মহাশয়ের কন্যাটিমাত্র সম্বল এবং বিষয়সম্পত্তি জামা তারই প্রাপ্য। সেইজন্য ছেলেটি মহাশয়ের হস্তে সমর্পণ করিয়া আমিও কাশবাসী হইব, মনে করিয়াছি।” “পুনশ্চ —মেয়েটির জন্মপত্রিকার নকল ও দৈর্ঘ্যের পরিমাণ ফেরৎ ডাকে পাঠাইতে পারিবেন কি ? আমার পুত্রটি একটু-একটু ফলিত জ্যোতিষের আলোচনা করিতেছে— আশ্চৰ্য্য তাহার মেধা । মহাশয় একটু সত্বর হইবেন । নানা স্থান হইতে সম্বন্ধ আসিতেছে।” শশাঙ্কশেখর এরূপ গুণবান পত্রিকে হাতছাড়া করা কর্তব্য বোধ করিলেন না। ফেরৎ ডাকে রেজেষ্টারি চিঠিতে তিনি কন্যার জন্মপত্রিক। প্রভৃতি পাঠাইয়। দিলেন এবং প্রস্তাব করিলেন, ভাবী বৈবাহিক-মহাশয় যদি সপুত্র তার মেয়েটিকে দেখিতে চান, কাশীধামে তাহাদের যা তায়াতের ব্যয়ভার তিনি বহন করিতে প্রস্তুত আছেন। যথাসময়ে উত্তর আসিল যে, বড় গরম পড়িয়া গিয়াছে, এ সময়ে তাহার। দেশ ছাড়িয়া যাইতে সাহস করেন না । অথচ মেয়েটিকে দেখারও একবার দরকার। পাত্রের মাতা সেজন্য বড় ব্যস্ত হইয়াছেন । রাজমহাশয়ের পক্ষে বৈশাখের শেষে কি জ্যৈষ্ঠের প্রথমে স্বদেশে আসা কি তেমন কষ্টকর হইবে ? প্রত্যুত্তরে শশাঙ্কশেখর লিখিলেন, জ্যৈষ্ঠমাসে তিনি, যেমন করিয়াই হউক, দেশে ফিরিবেন। s (8) রায়মহাশয় যথাসময়ে জন্মভূমিতে প্রত্যা গমন করিয়া শুনিলেন, ডেপুটি ইন্‌স্পেক্টর বিধুভুষণবাবু কলিকাতার কোন ধনিগৃহে পুত্রের সম্বন্ধ স্থির করিয়া ফেলিয়াছেন । সত্যসত্যনিদ্ধারণ জন্য বিধুভুষণবাবুকে পত্র লিখিয়া সপ্তাহ পরে ষে জবাব পাইলেন, তাহার অর্থ এইরূপ –“মহাশয়ের সংবাদদাতা ঠিক কথাই বলিয়াছেন । ১৬ই জ্যৈষ্ঠ আপনার পৌছানর কথা ছিল, কিন্তু ১৭ই মধ্যাহ্ল পর্যন্ত যখন কোন খবর পাইলাম না, আমি ভাবিলাম কি, যে দূরপথ, মহাশয় হয় ত কোন সঙ্কটে পড়িয়াছেন। তাছা ছাড়া আপনার কন্যাটি এগার-বছরে পড়িয়াছে, কিন্তু আমার পুত্র বলেন যে, আর্য্যজাতি যে নবমবর্ষে গৌরীদানের ব্যবস্থা করিয়াছিলেন, তাহাই বিজ্ঞানসন্মত্ত । কলিকাতার মেয়েটি সাড়ে-দশ বৎসরের বটে, কিন্তু তথাপি ছয়-মাসের ছোট । মহাশয়কে অসুবিধায় পড়িতে দেখিয়া আমি এবং আমার পুত্র, উভয়েই বাস্তবিক বড় দুঃখিত, কিন্তু দুঃখপ্রকাশ ছাড়া আমরা আর কি করিতে পারি ?” শশাঙ্কশেখর অবশু বুঝতে পারিলেন, ভিতরের কথাটা কি ? খাস বাংলায় নিত্য নুতন অনেক পরিবর্তনের কথা কাশীধামে থাকিয়া তিনি শুনিতে পাইতেছিলেন, কিন্তু ছয়-বছরের ভিতর বঙ্গীয় সমাজবন্ধন এতটা শিথিল হইয়াছে, ইহা তিনি জানিতেন না । .