পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨Su বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, আশ্বিন । কাজ করিয়াছে। সে কাজ টেম্পেষ্ট্রের এরিয়েলের ন্তায় শাসনবদ্ধ দাসত্বের বাহ কাজ নহে—তাহ সৌন্দর্য্যের কাজ, প্রতির কাজ, আত্মীয়তার কাজ, অভ্যন্তরের নিগুঢ় কাজ ! টেম্পেষ্টে শক্তি, শকুন্তলায় শান্তি ; টেম্পেষ্টে বলের দ্বারা জয়, শকুন্তলায় মঙ্গলের স্বারা সিদ্ধি ; টেম্পেষ্টে অদ্ধপথে ছেদ, শকুস্তলায় সম্পূর্ণতায় অবসান ; টেম্পেষ্ট্রে যথালাভ, শকুন্তলায় চরমলাভ । টেম্পেষ্টের মিরান্দা সরল মাধুৰ্য্যে গঠিত, কিন্তু, সে সরলতার প্রতিষ্ঠা অজ্ঞতা-অনভিজ্ঞতার উপরে,—শকুন্তলার সরলতা অপরাধে, দুঃখে, অভিজ্ঞতায়, ধৈয্যে ও ক্ষমায় পরিপক্ক, গম্ভীর ও স্থায়ী । গেটের সমালোচনার অনুসরণ করিয়া পুনবার বলি-শকুন্তলায় আরম্ভের তরুণ সৌন্দর্য মঙ্গলময় পরম পরিণতিতে সফলতা লাভ করিয়া মৰ্ত্তাকে স্বর্গের সহিত সম্মিলিত করিয়া দিয়াছে।* শুক্ল-সন্ধ্যা । শূন্ত ছিল মন, নাল কোলাহলে ঢাকা, নানা-আনাগোন-অণক দিনের মতন । নানা জনতায় ফাক, কৰ্ম্মে অচেতন শূন্ত ছিল মন । জানি না কখন এল নুপুর-বিহীন নিঃশব্দ গোধূলি । দেখি নাই স্বর্ণরেখা, কি লিখিল শেষ লেখা দিনান্তের তুলি। আমি যে ছিলাম এক তা-ও ছিনু ভুলি। আইল গোধূলি । আলোচনা-সমিতির অধিবেশনে বঙ্গদর্শন-সম্পাদক-কর্তৃক পঠিতে।