পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯২ বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, আশ্বিন । সে যে কোন উৎস্থকের মিলনকৌতুকে এল মোর বুকে । দুইখানি শুভ্র ডানা ঘেরিল আমারে সৰ্ব্বাঙ্গে হৃদয়ে । স্কন্ধে মোর রাখি শির নিম্পন্দ রহিল স্থির, কথাটি ন! ক’য়ে । কোন পদ্ম-বনানীব কোমলতা ল’য়ে পশিল হৃদয়ে ? আর কিছু বুঝি নাই, শুধু বুঝিলাম আছি আমি এক ! এই শুধু জানিলাম জানি নাই তার নাম লিপি যার লেখা। এই শুধু বুঝিলাম না পাইলে দেখা রব আমি একা । ব্যর্থ হয়, ব্যর্থ হয় এ দিন-রজনী, এ মোর জীবন ! হায় হায় চিরদিন হ’য়ে আছে অর্থহীন এ বিশ্বভুবন ! অনন্ত প্রেমের ঋণ কুরিছে বহন ব্যর্থ এ জীবন ! ওগো দূত দূরবাসি, ওগো বাকীমন, হে সৌম্য-সুন্দর ।