পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Rన్స\ు ইনি ভারতবর্ষীয় পণ্ডিতধগের মধ্যে মহাপণ্ডিত। ইনি পারস্তভাযাও বেশ জানিতেন। ভারতবর্ষীয় শনকের বিষবিষয়ক পুস্তকগুলিকে পারস্ত ভাষায় ইনিই অনুবাদ করিয়াছিলেন। ইনি হারুণ আলরসিদের সময়কার লোক এবং ভারতবর্ষ হইতে তাহারই চিকিৎসক হইয়া হরাকে আসিয়াছিলেন। আমি কোন কোন পুস্তকে পড়িয়াছি যে, ইনি ইযাক্ বিন্‌ সুলেমান মহাশয়ের দ্বারা ভারতবর্ষীয় অনেক পুস্তক আরব্য এবং পারস্ত ভাষায় অনুবাদ করিবার জন্য নিযুক্ত হইয়াছিলেন । “খালিফ এবং বারমিসিদিদিগের ইতিহাস" নামক গ্রন্থে দেখিতে পাওয়া যায় যে, আল্রসিদ একসময়ে অত্যস্ত পীড়িত হন এবং নানা প্রকার চিকিৎসাতেও তিনি কোন ফল পান নাই । অবশেসে আবু আমরু আলজামি তাঙ্গাকে একদিবস বলিলেন, ভারতবষে মানক। নামে একজন প্রসিদ্ধ চিকিৎসক আছেন । তিনি একজন ভারতবর্ষীয় ধৰ্ম্মপ্রাণ ব্যক্তি এবং বিচক্ষণ পণ্ডিত । যদি বাদশাহ তাঙ্কার নিকট হততে ব্যবস্থা অনা হয়! লভতে পারেন, তাহা হইলে ঈশ্বরের কৃপায় নিশ্চয়ই তিনি আরোগ্যলাভ করিবেন। আল রসিদ তাছা শুনিয়া নানারূপ উপঢৌকন দিল্প মানকাকে বোগদাদে আনিবার নিমিত্ত লোক পাঠাইয়া দিলেন। মানক আসিয়া আলরসিদকে অচিরেই রোগমুক্ত করিলেন। অল্রসিদও প্রীত হইয়া তাহাকে যথেষ্ট ধনরত্ন দান করিলেন এবং তাহার জীবনকালবাপী একটি বৃত্তিও নিদ্ধারিত করিয়া দিলেন। একদিবস বঙ্গদর্শন । [ ২য় বর্ম, আশ্বিন । মানক ভ্রমণে বাহির হইয়া দেখিলেন যে, একটি লেক অঞ্চলে নানা প্রকারাগুযধাদি লষ্টয় তাহদের গুণবর্ণনায় ব্যাপৃত রহিয়াছে । পুথিবীর যাব ষ্টীয় রোগের অমোঘ মহৌষধ তাহার নিকট প্রাপ্তব্য, উচ্চৈঃস্বরে সে এঙ্গরূপ ঘোষণা করিতেছে । মালক। তাহার সঙ্গীকে জিজ্ঞাসা করিলেন, এ ব্যক্তি ক বলিতেছে ?" সঙ্গী সে বিষয় তাহাকে বুঝাহয়। দিলে, তিনি ঈমং চাদ্য করিয়। বলিলেন, “ সারবদিগের রাজা নিশ্চয়ই একজন ঘোর মপ । কেন না, এ ব্যক্তি যাই বলতেছে, তাহ! যদি সত্যই হয়, তাই। ই চলে প্রলোভন BBDDD KSBBBB DDSB gBBB বিচ্ছিন্ন কf:মা আনিলার প্রয়াস কেন তিনি করিরাছিলেন । অথব: সদি এ fমথiাধাদ। হয়, তবে ই হfর প্রাণদণ্ডের আt 5 • দে• BBBS S BBSBBS TJ KYzSBB KSES 0 BBK KBK SKBB BBSK B BKKK BDJJ রক্ষণ পাইতে পারে । ভারতবষীয় বলার পু ত্ৰ শালেহ । 이 "1회 : ; f4b)에 ইহার চিকিৎস!সুন্দর এবং চিকিৎসঃশাস্ত্রের উন্নতিকল্পে ঠহার অপরিসীম উৎ 河is i ভারতবর্য হইতে ই মাকে অ{{সয়াছিলেপ । ইবন উলদারাহ নামে সবিশেষ পরিচিত আবুল হাসান মুসুফ মহাশয় নিম্নলিখিত ঘটনাটি সালেম উলবর্ষের প্রিয় কৰ্ম্মচারী আমেদ বিন রমিদের নিকট শুনিয়াছেন বলিয়া বর্ণনা ক\রয়াছেন। আমেদ র্তাহার প্রভুর নিকট হইতে ব্যাপারটি অবগত হইয়াছিলেন । ভারতবর্ষীয় চিকিৎসক । প্রণালী অতি ইনি ও স্থারণ আলরসিদের সময় র্য