পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や>bア বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, আশ্বিন । অজ্ঞাতসারে যে অভিনব প্ৰবৰ্ত্তিত স্পৃহা উত্তরোত্তর বৃদ্ধিগাপ্ত হুইবে। তখন হইতেছে, তাহ প্রতিষ্ঠালাভ করিলে, বঙ্গীয় লেখকবর্গের অধ্যয়ন ও অনুসন্ধান এ আশা নিতান্ত চুরাশা বলিয়া পরিগণিত না হইতে পারে । শ্ৰীঅক্ষয়কুমার মৈত্ৰেয় । দুৰ্বলের অপরাধ । --டு প্রভু তুমি দিয়েছ যে ভার, যদি তাহা মাথা হতে এই জীবনের পথে নামাইয়া রাখি বারবার,--- জেনে, সে বিদ্রোহ নয়, ক্ষীণ শ্রাস্ত এ হৃদয়, বলহীন পরাণ অামার ! চোখের বালি ।


سس----وهسسسسسسسسسس--

৫৩ ) সমস্তরাত্ৰি মহেন্দ্র ঘুমার নাহু—ক্লান্তশরীরে ভোরের দিকে তাহার ঘুম আসিল। বেলা আটট-নয়টার সময় জাগিয়া তাড়াতাড়ি উঠিয়া বসিল । গতরাত্রির একটা কোন অসমাপ্ত বেদন ঘুমের ভিতরে-ভিতরে যেন প্রবাহিত হইতেছিল । সচেতন হইবামাত্র মহেন্দ্র তাছার ব্যথা অনুভব করিতে আরম্ভ করিল। কিছুক্ষণ পরেই রাত্রির সমস্ত ঘটনাট মনে স্পষ্ট জাগিয়া উঠিল। সকালবেলাকার সেই রৌদ্রে, অতৃপ্ত নিদ্রার ক্লাস্তিতে সমস্ত জগৎটা এবং জীবনটা অত্যন্ত বিরস বোধ হইল । সংসারতাগের মানি, ধৰ্ম্মত্যাগের গভীর পরিতাপ এবং এই উদ্ভ,ান্ত জীবনের সমস্ত অশান্তিভার মহেন্দ্র কিসের জন্ত বহন করিতেছে ! এই মোহাবেশশুষ্ঠ প্রভাতরেীদ্রে মহেন্দ্রের মনে হইল, সে বিনোদিনীকে ভালবাসে না। রাস্তার দিকে সে চাহিয়া দেখিল, সমস্ত জাগ্রত পৃথিবী ব্যস্ত হইয়া কাজে ছুটিয়াছে। সমস্ত আত্মগৌরব পঙ্কের মধ্যে বিসর্জন দিয়৷ একটি বিমুখ স্ত্রীলোকের পদপ্রাস্তে অকৰ্ম্মণ্য জীবনকে প্রতিদিন আবদ্ধ করির রাখিবার যে মুঢ়তা, তাহ মহেঞ্জের কাছে স্বল্পষ্ট