পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిచిన বঙ্গদর্শন। [ ২য় বর্ষ, আশ্বিন। তোমারি পূজা করিয়া আজ শুকাইয়া পড়িয়া আছে। এই ঘরেই তোমাকে বসিতে হইবে।” o শুনিয়া বিহারীর চিত্তে পুলকের সঞ্চার হইল । ঘরের মধ্যে সে প্রবেশ করিল। বিনোদিনী দুই হাত দিয়া তাহাকে খাট দেখাইয়া দিল । বিহারী খাটে গিয়া বসিল --বিনোদিনী ভূমিতলে তাঙ্কার পায়ের কাছে উপবেশন করিল । বিহারী ব্যস্ত হইয়। উঠিতেই বিনোদিনী কহিল, “ঠাকুরপো, তুমি বস, আমার মাথা খাও উঠিয়ে না। আমি তোমার পায়ের কাছে বসিবারও যোগ্য নষ্ট, তুমি দয়া করিয়াই সেখানে স্থান দিয়াছ । দূরে থাকিলেও এই অধিকারটুকু আমি রাখিব ।” & এই বলিয়া বিনোদিনী কিছুক্ষণ চুপ করিয়া রহিল । তাহার পরে হঠাৎ চমকিয়৷ উঠিয়া কহিল “তোমার খাওয়া হইয়াছে ঠাকুরপো ?” বিহারী কহিল, “ষ্টেশন হইতে পাইয়। আসিয়াছি।” বিনোদিনী । আমি গ্রাম হইতে তোমাকে যে চিঠিখানি লিখিয়ছিলাম, তাহ পুলিয়া কোন জবাব না দিয়া মহেঞ্জের হাত দিয়া আমাকে ফিরাইয়া পাঠাইলে কেন ? "বিহারী । সে চিঠি ত আমি পাই নাই ? বিনোদিনী । এবারে মহেন্দ্রের সঙ্গে কলিকাতায় কি তোমার দেখা হইয়াছিল ? বিহারী। তোমাকে গ্রামে পৌছায়া দিবার পরদিন মহেন্দ্রের সঙ্গে দেখা হ. য়া ছিল, তাহার পরেই আমি পশ্চিমে বেড়াইতে বাহির হইয়াছিলাম, তাহার সঙ্গে আর দেখা হয় নাই । d. বিনোদিনী। তাহার পূৰ্ব্বে আর একদিন আমার চিঠি পড়িয়া উত্তর না দিয়া ফিরাইয়। পাঠাইয়াছিলে ? বিহারী । না, এমন কখনই হয় নাই । বিনোদিনী স্তম্ভিত হইয়া বসিয়৷ রহিল । তাখার পরে দীর্ঘনিশ্বাস ফেলিয়া কহিল--- “সমস্ত বুঝিলাম। এখন আমার সব কথ। তোমাকে বলি । যদি বিশ্বাস কর ত ভাগ্য মানিব, যদি না কর ত তোমাকে দোষ দিব না, আমাকে বিশ্বাস করা কঠিন ।” বিহারীর হৃদয় তখন আর্দ্র হইয় গেছে। এই ভক্তিভারনম্র বিনোদিনীর পূজাকে সে কোনমতেই অপমান করিতে পারিল না। সে কহিল, “বোঠা’ণ, তোমাকে কোন কথাই বলিতে হুইবে না, কিছু না শুনিয়া আমি তোমাকে বিশ্বাস করিতেছি । তোমায় রণা করিতে পারি না । আর একটি কথা ও বলিয়ে না।” শুনিয়া বিনোদিনীর চোখ দিয়া জল পড়িতে লাগিল, সে বিহারীর পায়ের ধূলা মাথায় তুলিয়া লইল । কহিল, “সব কথা না বলিলে আমি বাচিব না। একটু ধৈর্য্য ধরিয়া শুনিতে হইবে ।--তুমি আমাকে যে আদেশ করিয়াছিলে, তাহাই আমি শিরোধাৰ্য্য করিয়া লইলাম। যদিও তুমি আমাকে পত্রটুকুও লেখ নাই, তবু আমি আমার সেই গ্রামে লোকের উপহাস ও নিন্দা সহ করিয়া জীবন কাটাইয়া দিতাম, তোমার মেহের পরিবর্তে তোমার শাসনই আমি গ্রহণ করিতাম—কিন্তু বিধাতা তাহা আমি তুমি