পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రిఫ్చి8 তোমার নূতন নামকরণ করা যাক— বিনোদ-বিহারী !” t বিহারী অপমানের মাত্র চড়িতে দেখিয়া মহেন্দ্রের হাত চাপিয়া ধরিল। কহিল, “মহেন্দ্র, বিনোদিনীকে আমি বিবাহ করিব তোমাকে জানাইলাম, অতএব এখন হইতে সংঘতভাবে কথা কও ” শুনিয়া মহেন্দ্র বিস্ময়ে নিস্তব্ধ হইয়া গেল—এবং বিনোদিনী চমকিয়া উঠিল, বুকের মধ্যে তাহার সমস্ত রক্ত তোলপাড় করিতে লাগিল । বিহারী কছিল, “তোমাকে আর একটি খবর দিবার আছে—তোমার মাতা মৃত্যুশয্যায় শয়ান, র্তাহার বাচিবার কোন আশ। নাই । আমি আজ রাত্রের গাড়িতেই যাইব—বিনোদিনীও আমার সঙ্গে ফিরিবে ।” বিনোদিনী চমকিয়া উঠিল, কহিল, “পিসিমার অমুখ ?” বিহারী কহিল, “সারিবার অসুখ নহে । কখন কি হয়, বলা যার না।” মহেন্দ্র তখন আর কোন কথা না বলিয়৷ ঘর হইতে বাহির হইয়া গেল । বিনোদিনী তখন বিহারীকে বলিল— “ধে কথা তুমি বলিলে, তাহ তোমার মুখ দিয়া কেমন করিয়া বাহির হইল ? এ কি ঠাট্টা ?” বিহারী কহিল—“ন, আমি সত্যই বলিয়াছি, তোমাকে আমি বিবাহ করিব।” বিনোদিনী । এই পাপিষ্ঠীকে উদ্ধার করিবার জন্ত ? বিহারী । না । আমি তোমাকে ভাল বাসি বলিয়া, শ্রদ্ধা করি বলিয়া ! ৰঙ্গদর্শন । [ ২য় বর্ষ, আশ্বিন বিনোদিনী । এই আমার শেষ পুরস্কার श्इंग्रांटझ् ।। ७झे cबछ्रेतू স্বীকার করিলে, ইহার বেশি আর আমি কিছুই চাই না। পাইলেও তাঙ্গ থাকিবে না, ধৰ্ম্ম কখনো তাহা সহ্য করিবেন না। বিহারী। কেনু করিবেন না? বিনোদিনী । ছিছি, এ কথা মনে করিতে লজ্জা হয় ! আমি বিধবা, আমি নিন্দিতা, সমস্ত সমাজের কাছে আমি তোমাকে লাঞ্ছিত করিব, এ কখন হইতেই পারে না ! ছিছি, এ কথা তুমি মুথে আনিয়ো না । বিহারী । তুমি আমাকে ত্যাগ করিবে ? বিনোদিনী । ত্যাগ করিবার অধিকার আমার নাই । তুমি গোপনে অনেকের অনেক ভাল কর—তে মার একটা কোন ব্রতের একটা কিছু ভার আমার উপর সমর্পণ করিয়ো, তাছাই বহন করিয়া আমি নিজেকে তোমার সেবিকা বলিয়া গণ্য করিব । কিন্তু ছিছি, বিধবাকে তুমি বিবাহ করিবে ! তোমার ঔদার্য্যে সব সম্ভব হইতে পারে, কিন্তু আমি যদি এ কাজ করি,—তোমাকে সমাজে নষ্ট করি,তবে ইহজীবনে আমি আর মাথা তুলিতে পারব না । বিহারী । কিন্তু বিনোদিনি, আমি তোমাকে ভালবাসি । বিনোদিনী । “সেই ভালবাসার অধিকারে আমি আজ একটিমাত্র স্পৰ্দ্ধা প্রকাশ করিব।”—বলিয়া বিনোদিনী ভূমিষ্ঠ হইয়৷ বিহারীর পদাঙ্গুলি চুম্বন করিল। পায়ের কাছে বসিয়া কহিল—“পরজন্মে তোমাকে পাইবার জষ্ঠ আমি তপস্তা করিব-এ জন্মে আমার