পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা । ] প্যারাসেলসাস্ । S,აyჯ উৎসাহের গুণেই ত তাহার আপনার শক্তি আপনার কাছে দেদীপ্যমান হইয়া উঠিয়াছে, এখন কি বলিয়া সেই বন্ধুই তাহাকে ফিরাইতে চান । আমর। ঈশ্বরের পথে থাকিতে চাই, তাহার প্রমাণ বুঝি এই যে, এমন ভাবে চলি, যাহাতে জগৎ নিরীশ্বর ধলিয়া মনে হয় ! এই যে বিরাঢ় আশা, এই যে ঈশ্বরের দান, ইহাকে কি " তবে মিথ্যা বf.ায় জানিতে হইবে ?—তা ফেষ্টাস র্তাহার নিজের প্রদর্শিত পথ ছাড়িয়া দিউন ; আমি যাহা প্রাণে ধ্রুব বলিয়া জানিয়াছি, তাহা কিছুতেই ছাড়িব না ফেষ্টাস তখন শৈশব হইতে প্যারাসেলসাসের জীবনের কথা বিবৃত করিতে লাগিলেন—কেমন করিয়া গ্রামের বিরাম বিশ্রাম হইতে দুই বন্ধু বিদ্যালয়ে উপস্থিত হইলেন– সকল ছাত্রের অপেক্ষা প্যারাসেলসাস বুদ্ধিমত্তা দেখাইলেন, কিন্তু অচিরেই আবার অধ্যয়নে শৈথিল্য দেখাইতে লাগিলেন। শৈথিল্য আর কিছুই নহে, ঐ অল্প বয়সেই প্যারাসেলসাস হৃদয়ের ভিতর এক মহাবিদ্যার আভাস পাইয়াছিলেন । বাস্তবিক অঙ্গাষ্ঠ ছাত্রেরা যখন তাহীদের ক্ষুদ্র বিদ্যালাভ লইয়া আস্ফালন করিতেছিল, প্যারাসেলুসাস তখন একট। সমগ্র জ্ঞানের কথা ভাবিতেছিলেন। ফেষ্টাস সকলই জানেন, সকলই বুঝেন,-প্যারাসেন্সাসের অসাধারণত্ব র্তাহার অজ্ঞাত নহে, তিনি জানেন যে, তাহার মন-- —The secret of the world, Of man, aud iman's true purpose, path. and fate : জগতের মূল, আর মানবের মূল, অর্থ তার, পস্থা তার, অদৃষ্ঠ তাহার— জানিতে চাহিতেছে —জানেন যে, ঈশ্বরের অtহানে তিনি উদ্বোধিত হইয়াছেন, মানুষের প্রীতি-নিন্দার সহিত র্তাহার সম্পর্ক নাই –কিন্তু জিজ্ঞান্ত এই CN, ঈশ্বর যেমন ডাকিতেছেন, তিনি কি তেমনি পথ ও বলিয়া দিতেছেন ? বাস্তবিক প্যারাসেলসাস তাহার একটা ঐকাস্তিক আকাজক্ষা, একটা গভীর আশাতেই পাগল হইয়াছেন, প্রকৃত উদ্দেশু নিভিয়া গিয়া প্যারাসেল্সাসের আশাই জলিয়া উঠিয়াছে— তাহা না হইলে পাহাড়ে, বনে, সাগরে, অসভ্য বৰ্ব্বরের মধ্যে, যাইবার কি প্রয়োজন ?— এখানে বসিয়াও ত জ্ঞানলাভ করা যাইতে পারিত, কত লোক ত তা’ করিয়াও গিয়াছে ! তাহদের অসম্পূর্ণ কাৰ্য্য লইয়। প্যারাসেলসাস্ কেন তাঁহাদের পথেই যান না !— What books are in the desert writes the Sea The secrets of her yearning in vast caves f মরুভূমে কোন গ্রন্থ আছে ? অসুনিধি আক্রন রহস্ত তার লেখে কি গুহায় ? মানুষের মধ্যে, মানুষের মুখ-দুঃখ-প্রীতির মধ্যে, মানুষের ভুলভ্রান্তির উপর আলো জালাইয়া এখানেই প্যারাসেলসাস বাস করুন, এখানেই জ্ঞানলাভ হইতে পারিবে । প্যারাসেলসাস বলিলেন—“না, অনেক অবিশ্বাস, অনেক সন্দেহ, অনেক যন্ত্রণপীড়নের পর ধ্রুবসত্য আমার প্রাণে প্রতিভাত হইয়াছে—ইহাকে কখনই ভুল বলিয়া ত্যাগ করা যায় না। বিপথে বাইতে কি ভয় ? মামুষের দুৰ্ব্বলতা আছে বলিয়াই ত আরও দৃঢ়সঙ্কল্পের সহিত স্বকার্য্যে নিযুক্ত হওয়া তাহার উচিত। মানুষের প্রীতি-নিন্দা