পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ষষ্ঠ সংখ্যা । ] বিফল হইল ত আর একজনের চেষ্টা সফল হইবে—মানবজাতির উন্নতি হইলেই হইল।” কিন্তু প্যারাসেলসাস আপনাকে অতটা ত্যাগ করিতে শিখেন নাই—অতটা আশা ও নির্ভর তাহার অভ্যস্ত, নহে—তাই কথাটা মনে আসিবামাত্র প্রাণের মধ্যে এমন একটা ক্রোধ হুঙ্কার দিয়া উঠিল যে, তাহ ভাষায় প্রকাশ করা অসাধ্য—কেবল কয়েকটা তিক্ত কপায় প্যারাসেলসাস তাহ। চাপিয়া রাখিতে চাহিলেন— () Go!, the despicable heart of us ! Shut out this hideous mockery from my heart : হ। ঈশ্বর ! কি ঘৃণিত মানবহৃদয় । এ কুৎসিত পরিহাস ঢাক হৃদি হ’তে ! এই-ই বটে প্যারাসেলসাসের হৃদয় – অতঃপর “অরিওল” তীব্রভাবে অনুতাপ করিতেছেন যে, সমগ্র জ্ঞান তাহার লক্ষ্য হইয়াছিল । তার ফল ত একেবারে জয় বা একেবারে সর্বনাশ ! সাধারণভাবে থাকিয়া দুটা-চারটে ঔষধের অনুসন্ধানে ফিরিলে, তাহাও পাওয়া যাইত—পাওয়া যাক্ আর না যাক্, অনেকটা শক্তি-সামর্থ্য-স্বাস্থ্য অবশিষ্ট থাকিতই—কিন্তু অত-বড় উদ্দেশু বলিয়া প্রাণপণে যৌবনের সমস্ত শক্তি নিয়োজিত করিয়া লাভ ত হইল এই ক’টি ঔষধ, অথচ তাহাদের ব্যবহারে লাগাইবার মত শক্তিটুকুও আজ অবশিষ্ট নাই । “যা হোক”—প্যারাসেলসাস আত্মপ্রবোধ করিতেছেন—“যা হোক, তবু সৰ্ব্বস্ব বিসর্জন করিয়া একটা 'আলোকের অপেক্ষায় থাকা একটা কাজ বটে। কিন্তু আলো কোথায় ? み。 প্যারাসেলসাস । \LVG তবে কি ভুল হইয়াছিল ? আমি যখন যুবা ছিলাম, তখন স্বপ্নরাজ্যচারিণী কে একজন আমার কাছে নিঃশব্দে যাতায়াত করিত -হৃদয় ভীত, ব্যথিত হইলে তাহার কোমল উরুমূলে আমার মাথা তুলিয়া লইত—তাহার সেই সিক্তকেশের স্পর্শ, তাহার স্বচতুর আশ্বাসবাণী সকলই কি তবে মিথ্যা । তাহার প্রেরণায় স্বপ্ন দর করিয়া দিয়া আমি কি মরণকে আহবান করিলাম ! একি ভ্রান্তি! একি সন্দেহ ! একি অবিশ্বাস । তবে কি মতিচ্ছন্ন হষ্টলাম ! হে ঈশ্বর, তুমি চিন্ময়, আমার চিৎকে অন্তত রক্ষণ কর— আমাকে উন্মত্ত, উদভ্ৰান্ত হইতে দি ও না –আমার সব বিফল হেীকৃ, তবু যেন ধ্রুবই জানিতে পারি—তোমারি আহবান শুনিয়া, তোমারি কাৰ্য্যে ছুটিয়া গিয়াছিলাম। আর কিছু চাই না, নুতন কিছুই চাই ন—অন্তত একঘণ্টার জন্ত আমার যৌবনের শক্তি ফিরাইয়া দাও, একবার মাথা তুলিয়া দেখিয়া লই এতদিন কি করিলাম,—আবিষ্কৃত সত্যগুলি হইতে যদি একটা-কিছু খাড়া করিয়া তুলিতে পারি।” “যাকৃ,—ষাকৃ, তথাপি ঈশ্বর মঙ্গলময় ! আমি বটে ছিন্নভিন্ন হইয়া গিয়াছি, কিন্তু কাননে-প্রান্তরে বসন্তরচনা কাহার ? ধিনি স্বষ্টি করিয়াছেন, তিনি সংস্কারও করিতে পারেন । আমি অতীতের নিষ্ফলবৎ প্রতীয়মান চেষ্টাগুলির ফলে হয় ত কোন আশ্চৰ্য্য পুরষ্কার লাভ করিব। আমি কি দোষ করিয়াছি,—কেন শাস্তি পাইব ?”— তবেই দেখা যাইতেছে, প্যারাসেলসাস