পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○や এখনে তাহার অভাব বুঝিতে পারেন নাই। কোন মানুষই বা পারিয়াছে ? মনুষ্যবুদ্ধির কি ক্ষুদ্রতা, অথচ জগতের কি কঠিন निग्रभ ! যে খণ্ড আলোচিত হইতেছে, সেই দ্বিতীয় গণ্ডের নাম ‘প্যারাসেলসাস পাইলেন । এইবার দেখিব-প্যারাসেলসাস কি পাইলেন! সন্ধ্যায় প্যারাসেলসাস যখন উপরোক্তরূপে বিলাপ করিতেছিলেন, তখন সেই ভাবমাত্র মানুষটি আসিয়া উপস্থিত। এই সৌন্দৰ্য্যসৰ্ব্বস্ব কবি প্যারাসেলসাসের বিপরীতে একদেশে ছিন্নভিন্ন হইয়া উন্মাদগ্ৰস্ত । ভগ্নজীবনের গান গাহিতে গাহিতে ইটালীয় কবি অ্যাপ্রিলে আসিয়া উপস্থিত। অ্যাপ্রিলে গানে জানাইতেছেন যে, তিনি ভ্রষ্ট কবি দের গান শুনিতেছেন । এই কবিদিগকে ঈশ্বর শক্তি দিয়া ধরণী উদ্ধার করিতে পাঠাইয়াছিলেন—তাহারী কিছুই করে নাই। এখন তাহারা ছায়াদেহ লইয়া শূন্তে বিচরণ করিতেছে। দেখিতেছে, কোথায় কে নুতন কবি জাগে—তাহাদিগকে সাবধান করিয়া দিতেছে। অ্যাপ্রিলেও ঈশ্বরের দানে ঐশ্বৰ্য্যান্বিত একজন কবি । প্রকৃতির স্বহস্তসজ্জিত ইটালীতে র্তাহার জন্মভূমি বাছিয়া দেওয়া হইয়াছিল— র্তাহার জন্মকালে ছায়াকবিগণ অাশার উৎসবে মাতিয়াছিল। ছায়াকবিগণ অন্ধকারে যাতায়াত করির অ্যাপ্রিলেকে সাবধান করিয়া দিয়াছিল, কিন্তু অন্ধ অ্যাপ্রিলে তাহাদের সঙ্কেত বুঝিতে পারেন নাই । ধরণী তেমনি শৃঙ্খলিত রহিল –হ কষ্ট – বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, আশ্বিন। Anguish ever and for ever ; g Still beginning, ending never ! অ্যাপ্রিলের জীবনও বিফল হুইল । তাই তিনি অজি ভ্ৰষ্টকবিদের শূন্যচারী ছায়ামণ্ডলীমধ্যে স্থান লইতে আহূত হইতেছেন। অ্যাপ্রিলে প্যারাসেলসাসকে দেখিয়৷ ভাবিলেন, এইবার তবে পূর্ণ কবি আসিয়াছেন —এইবার তবে ভাবচর্চার সঙ্গে কৰ্ম্মপটুত্ব মিলিত হইয়াছে—অ্যাপ্রিলে পাগলের মত গিয়া যেন প্যারাসেলসাসের পদতলে আপনাকে লুটাইয়া দিতে লাগিলেন। ঐ যে অ্যাপ্রিলে সন্ধ্যালোকে দাড়াইয়াছেন— অস্তকালের কনকরশ্মিশলাকাগুলি অ্যাপ্রিলের কনককেশরাশির সহিত মিলিয়। যাই তেছে। ব্যথাপুর্ণ বিফল আপীড়নে বিকৃত ললাট-ক্রর নিম্নদেশে থাকিয়াও র্তাহার দুঃখপূর্ণ সুনীল চক্ষুতারকাদুটি মুক্তপ্রায় হইয়া কোন মায়ালোকের অভিমুখে উড়িয়া যাইতে চায় । ধীরগতি নৈরাষ্ঠের অনন্ত দীর্ঘশ্বাসে দৃঢ়সংবদ্ধ তাহার ওষ্ঠাধর জোর করিয়া কোন কঠোর কথা শিথাইতে আইসে ! প্যারাসেলসাস যতই কৌতুহলে এই উন্মত্তের দিকে চাহিয়া দেখিতেছেন, কিছুলেই তাহার কথা বুঝিতে পারিতেছেন না। প্যারাসেলসাসের অসঙ্গত প্রশ্ন-প্রতিবাদের পরে অ্যাপ্রিলে তাহার ভারাক্রান্ত হৃদয় হইতে একটি সৌন্দর্য্যসার জীবনের বিপুল ইতিহাস এবং কৰ্ম্মপটুত্বাভাবে তাহার নিস্ফলতার দুঃখগান বাহির করিয়া দিলেন ।—এই কবি পৃথিবীর সমস্ত পদার্থ श्हेप्ड भन्नब्र ভিতর একটি সৌন্দর্য্যের ছাপ লইতেন