পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8& বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, কীৰ্ত্তিক। হোক, প্রেমে হোক, ধৰ্ম্মোৎসাহে হোক, প্রাণ র্তাহারা দিয়াছিলেন, এ কথা আমাদের মনে রাখিতে হইবে। o বস্তুত দল বাধিয়া মরা সহজ । একাকিনী চিতাগ্নিতে আরোহণ করিবার মত বীরত্ব যুদ্ধক্ষেত্রে বিরল। ংলার সেই প্রাণবিসর্জনপরায়ণ৷ পিতামহীকে আজ আমরা প্রণাম করি। তিনি যে জাতিকে স্তন্ত দিয়াছেন, স্বর্গে গিয়া তাহাকে বিস্তৃত হইবেন না। হে আর্য্যে,তুমি তোমার সন্তানদিগকে সংসারের চরমভয় হইতে উত্তীর্ণ করিয়া দাও! তুমি কখনো স্বপ্নেও জান নাই যে, তোমার আত্মবিস্তৃত বীরত্ব দ্বারা তুমি পৃথিবীর বীরপুরুষদিগকেও লজ্জিত করিতেছ। তুমি যেমন দিবাবসানে সংসারের কাজ শেষ করিয়া নিঃশব্দে পতির পালঙ্কে আরোহণ করিতে, —দাম্পত্যলীলার অবসানদিনে সংসারের কাৰ্য্যক্ষেত্র হইতে বিদায় লইয়া তুমি তেমনি সহজে বধৃবেশে সীমন্তে মঙ্গলসিন্দুর পরিয়া পতির চিতায় আরোহণ করিয়াছ। মৃত্যুকে তুমি মুন্দর করিয়াছ, শুভ করিয়াছ, *विज कङ्गिब्राझ-फ्रेिंडांदक छूभि बिबांश्लवाॉब्र ন্যায় আননাময়, কল্যাণময় করিয়াছ । বাংলাদেশে পাবক তোমারই পবিত্র औदनारुउिषांब्रा शूठं श्ब्रारह-जांज श्हेष्ठ এই কথা আমরা স্মরণ করিব। আমাদের ইতিহাস নীরব, কিন্তু অগ্নি আমাদের ঘরে ঘরে তোমার বাণী বহন করিতেছে । তোমার অক্ষয়-অমর স্মরণনিলয় বলিয়া সেই অগ্নিকে, তোমার সেই অন্তিমবিবাহের জ্যোতিঃস্থত্রময় অনন্ত পট্টবসনথানিকে আমরা প্রত্যহ প্রণাম করিব । সেই অগ্নিশিখা তোমার উদ্যতৰাহুরূপে আমাদের প্রত্যেককে আশীৰ্ব্বাদ করুক। মৃত্যু ষে কত সঙ্গজ, কত উজ্জল, কত উন্নত, হে চিরনীরব স্বৰ্গবাসিনি, অগ্নি প্রতিদিন আমাদের গৃহ প্রাঙ্গণে তোমার নিকট হইতে সেই বার্তা বহন করিয়া অভয়ঘোষণা করুকৃ ! সুখ-দুঃখ । মুখ যদি দেওয়া যেত গাথিয়া অঞ্জলি গাথিয়া তোমারি কণ্ঠে দিতাম সকলি । দুঃখে যদি করা যেত পাদোদকভার সকলি দিতাম ঢেলে চরণে তোমার ।