পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স গুম সংখ্যা । ] প্যারাসেলুলাস • আজ অস্থির । তাহার দেহুমনের সমস্ত কল-চাকাঙ্কু এমনি ভাবে নিৰ্ম্মিত হইয়াছিল যে,তাহাতে জ্ঞানান্বেষণের উপযোগী অশ্রাস্ত কৰ্ম্মই সম্পন্ন হইতে পারে, কেমন করিয়া আজ তিনি সেই যন্ত্রটি চুরমার করিয়া দিয়া তাহার' সন্ধিতে সন্ধিতে মৃণাললালিত্য, তাহার রন্ধে, রন্ধে, সঙ্গীতের সুর আনয়ন করিবেন ? এই নিপীড়নের পাশাপাশি ফেষ্টাসের স্ত্রীষিয়োগরূপ গভীর দুঃখ একটি পরম সৌন্দর্য্যের স্বষ্টি করিয়াছে । সেই শাস্ত বিশ্বাসী লোকটি কেমন সহজেই দুঃখের অন্ধকারে প্রবেশ করিয়া আপনার স্থির আসনখানিতে বসিয়া আছেন । তথাপি প্যারাসেলসাসের গভীর যন্ত্রণার সঙ্গে ফেষ্টাসের দুঃখ কেমন-একটি ঘাত প্রাপ্ত হইতেছে। অন্য দিন হইলে ফেষ্টাস- তাহার বন্ধুর যত বড়ই যন্ত্রণ হৌকৃ ন—অসীম ধৈৰ্য্যে তাহার ক্ষতস্থান স্পর্শ করিয়া ভালবাসার নানা কোমল প্রলেপে তাহাকে শাস্ত করিতে যত্নপর হইতেন—আজও যতক্ষণ ধরিয়া তাহার অশাস্ত আইঢাই শাস্ত করিবার চেষ্টা করিতেছেন, তাহাতে ফেষ্টাসের দৃঢ় হৃদয়ের পরিচয় পাই—কিন্তু দুঃখভারাক্রাস্ত হৃদয়ে আর কত পারা যায়!—শেষে যেন ফেষ্টা একটু তীব্র হইয়া উঠিতেছেন—প্যারাসেলসাসের এত বস্ত্রণ। কিসের ?—র্তাহার ত যথেষ্ট কাজ হইয়াছে—র্তাহার কীৰ্ত্তি ত চিরদিন থাকিবে, তিনি ত ঈশ্বরেরই সেনাপতি।—হায় ! একমাত্র বন্ধুও আজ প্যারাসেল্সাসের যন্ত্রণ বুঝিলেন না । কিন্তু অবশেষে বুঝিলেন-- হৃদয়কে একটু প্রসারিত করিয়া বুঝিলেন । প্যারাসেলুলাসের প্রবলতা ত চিরদিনই প্যারাসেলসাস। రీ8సి ফেষ্টাসকে কল্পনা করিয়া—হাত বাড়াইয়া অনুভব করিতে হয়। তবু হাত বাড়াইয়াও র্তাহার • মহত্ত্ব অনুভব করিয়া তিনি যে আনন্দে উল্লসিত হইয়া উঠেন, সে কি গভীর । ষে দিন প্যারাসেলসাস ‘ব্যালে’য় অধ্যাপকরূপে আবির্ভূত, সে দিন ফেষ্টাসকে প্যারাসেলসাস র্তাহার বক্তৃতা শুনিয়াছেন কি না জিজ্ঞাসা করিলে, তিনি বলিয়াছিলেন— বক্তৃতা শুনা তাহার তত উদ্দেশ্য নয়, তিনি শুধু লোকেদের মধ্যে মিশিয়া প্যারাসেলসাসের যশোবাৰ্ত্ত সংগ্ৰছে ব্যস্ত ছিলেন । এই-ই বটে ফেষ্টাস্—তিনি শুধু হৃদয় পাতিয়া বন্ধুর সম্পর্কিত আনন্দটুকু অমুভব করিয়া কৃতাৰ্থ হন । আজও হৃদয় বাড়াইয়া বন্ধুর ঃখ তিনি অমুভব করিতে লাগিলেন–কিন্তু কত সহা যায় !—শেষে বলিয়া ফেলিলেম, মাইকল আর নাই। প্যারাসেলসাস সেই মৃত্যুর শীতল-শাস্ত ক্রোড়ের কথা ভাবিতে লাগিলেন— And Michal sleeps among the roots and dews, While I am moved at Basil, and full of schennes For Nuremberg, and hoping and desparing, As though it mattered how the farce plays out, So it be quickly played. Awav, away 1 Have your will, rabble while we fight the prize, Troop you in safety to the snug back-seats, And leave a clear arena for the brav - About to perish for your sport —Behold ! বীর প্যারাসেলসাস মুর্থ সাধারণের জন্ত আপনাকে পাত করিতে যাইতেছেন, এখনও তীব্রভাবে সে কথাটা তাহার হৃদয়ে জাগিতেছে। কিন্তু এই চতুর্থ খণ্ডটির নাম “প্যারা