পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] চোখের বালি । ×)ჯG সে অামাকে • ভালবাসত। তেমন সেবা কেহ ছল করিয়া করিতে পারিত না । বিহারী কহিল, “তোমার সেবা করিবার জন্ত সে ব্যাকুল হইয়া আছে।” রাজলক্ষ্মী দীর্ঘনিশ্বাস ফেলিয়া কহিলেন, “মহিনূর ত এখন শুইতে গেছে, রাত্রে তাহাকে একবার আনিলে কি ক্ষতি আছে ?” বিহারী কহিল,—“মা, সে ত এই বাড়ীরই বাহির-ঘরে লুকাইয়া বসিয়া আছে । তাহাকে আজ সমস্তদিন 'জলবিন্দু পণ্য স্তু মুখে দেওয়াইতে পারি নাই । সে পণ করিয়াছে, যতক্ষণ তুমি তাহাকে ডাকিয়! ন। মাপ করিবে, ততক্ষণ সে জলস্পশ করিবে না !” রাজলক্ষ্মী ব্যস্ত হইয়। কহিলেন—“সমস্তদিন উপবাস করিয়া আছে ! আহ, তাহাকে ডাক, ডাক ?” বিনোদিনী ধারে ধীরে রাজলক্ষ্মীর ঘরে প্রবেশ করিতেই তিনি বলিয়া উঠিলেন, “ছিছি বউ, তুমি করিয়াছ কি ? আজ সমস্ত দিন উপোস করিয়া আছ ? যাও যাও, আগে থাইয়া লও, তাহার পরে কথা হইবে।” বিনোদিনী রাজলক্ষ্মীর পায়ের ধূলা লইয়া প্রণাম করিয়া কহিল—“আগে তুমি পাপিষ্ঠাকে মাপ কর পিসিম, তবে আমি খাইব ।” রাজলক্ষ্মী। "মাপ করিয়াছি বাছা, মাপ করিয়াছি, আমার এখন কাহারে উপর আর রাগ নাই।” - বিনোদিনীর ডানহাত ধরিয়া তিনি কহিলেন,—“বউ তোমা হইতে কাহারও মন্দ না হউকৃ, তুমিও ভাল থাক ।” & বিনোদিনী । তোমার আশীৰ্ব্বদ মিথ্য। হইবে না পিসিমা । আমি তোমার পা ছু ইয়া স্বলিতেছি, আম হইতে এ সংসারের মন্দ হইবে না । অন্নপূর্ণাকে বিনোদিনী ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া খাইতে গেল । খাইয়। আসিলে পর রাজলক্ষ্মী তাহাব দিকে চাহিয়া কহিলেন, “বউ, এখন তবে তুমি চলিলে ?” বিনোদিনী । পিসিম, আমি তোমার সেবা করিব। ঈশ্বর সাক্ষী—অামা হইতে তুমি কোন অনিষ্ট আশঙ্কা করিয়ো না ; রাজলক্ষ্মী বিহারীর মুখের দিকে চাহিলেন । বিহার একটু চিন্তা করিয়া কহিল, “বোঠা’ণ থাকুন মা, তাহাতে ক্ষতি হইবে না ।” 驗 রাত্রে বিহারী, বিনোদিনী এবং অন্নপূর্ণ, তিন জনে মিলিয়। রাজলক্ষ্মীর শুশ্ৰুষ। করিলেন । এদিকে আশা সমস্তরাfএ রাজলক্ষ্মীর ঘবে আসে নাই বলিয়া লজ্জায় অত্যস্ত প্রত্যুষে উঠিয়াছে। মহেন্দ্রকে বিছানায় স্বপ্ত অবস্থায় রাখিয়া ভাড়াতাড়ি মুখ ধুইয়। কাপ ড্র ছাড়িয়া প্রস্তুত হইয়া আসিল । তখনো অন্ধকার একেবারে যায় নাই । রাজলক্ষ্মীর দ্বারের কাছে আসিয়া স্বাহ দেখিল, তাহাতে আশা অবাকৃ হইয়া গেল । তাবিল, “একি স্বপ্ন !” বিনোদিনী একটি স্পিরিট্‌ল্যাম্প জালিয়া জল গরম করিতেছে। বিহারী রাত্রে ঘুমাইতে পায় নাই, তাহার জন্ত চা তৈরি হইবে । আশাকে দেখিয়া বিনোদিনী উঠিয়া