পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ዓልጾ ৰঙ্গদশন । { ২য় বধ, কাৰ্ত্তিক । , হইয়াছিল”; বেদ গ্রামা বা চাষার গীত হইতে বৈয়াকরণীয় বিতর্ক দেখিতে পাওয়া যায় ; ক্রমশ বৃহৎ আকারে গঠিত হহয়। উঠিয়াছিল । তখনও লিপি প্রথার আবিষ্কার হয় নাই, কাজেই লিখিত ও কথিত বলিয়া বিভিন্ন প্রকারের ভাষার উপদ্রব ছিল না। এজন্য যে ভাষায় কথা কহা হইত, সেই ভাষাতেই গান রচিত হইয়া মুখে মুখে প্রচারিত হইতে লাগিল । সুতরাং বেদের মধ্যে ব্যাকরণের বীজ খুজিবার প্রয়োজন নাই । ‘মন্ত্রের কালেও লিখিবার কৌশল অজ্ঞাত ছিল ( ইহার বিবরণ বিশদভাবে ভবিষ্যৎ প্রবন্ধে বিচার করা যাইবে ) । যখন লিখিবার কৌশল উদ্ভাবিত হইল, তখন লিখিত ও কথিত ভাষার পার্থক্য ঘটিতে কিছুদিন অতিবাহিত হইয়াছিল ; কারণ যে ভাষা লিখিত হইয়। স্থিরত্ব প্রাপ্ত হইয়াছিল, অপর পক্ষে সেই ভাষাই কথিত হইতে হইতে নানারূপে পরিবর্তিত হইয়। গেল, লিখিত-বেচার শৃঙ্খলবেষ্টিত হইয়। আর নড় চড় করিতে পারিল না। এইরূপে লিখিত ও কথিত ভাষার পার্থক্য সংঘটিত হয় । যখন এই স্বত্রপাত হইল, তখন ব্যাকরণের দুই-একটি বিশেষ লক্ষণের আভাস লিখিত ভাষায় ফুটিয়া উঠিতে লাগিল। এই প্রথম আভাস “ব্রাহ্মণে । “ব্রাহ্মণে” আমরা অক্ষর, বর্ণ, পদ ইত্যাদির ও একবচন, দ্বিবচন ও বহুবচনের উল্লেখ দেখিতে পাই। ছান্দোগোপিনষদে বর্ণসকল বিভাগক্রমে বিশেয বিশেষ নামে অভিহিত হইয়াছে, যথা –স্পৰ্শ, ব্যঞ্জন ও স্বর এবং উন্মন। তৎপরে “স্বত্র”-পর্য্যায় সাহিত্যে যথার্থ শৃঙ্খলামুযায়ী (Scientific) তদনন্তর প্রাতিশীথ্যে ( ব্রাহ্মণান্তর্গত প্রাথমিক ব্যাকরণ-প্রক্রিয়া-প্রবন্ধ ), নিরুক্তে ও পাণিনির ব্যাকরণে ক্রমশ ইহার চূড়ান্ত মীমাংসা হইয়া গিয়াছে । ইহা দ্বারাই প্রতীয়মান হইতেছে যে, ব্যাকরণ শাস্ত্র বহপুরাতুন । এক্ষণে প্রতীচ্য ব্যাকরণের কালনির্ণয়ে চেষ্টা করা যাউক । প্লেটে ( ৪২৯—৩৪৭ খৃ• পূ০ । কেবলমাত্র বিশেষ ও ক্রিয়ার নাম অবগত ছিলেন ; এবং আরিষ্টটলও ( ৩৮৪ – ৩২২ খৃঃ পূe ) ইহা অতিক্রম করিয়া অধিকদূর অগ্রসর হন নাই । তিনি অলঙ্কারশাস্ত্রের আলোচনাবসরে sqlūš (Conjunction and Article) অবতারণা করিয়াছেন । সৰ্ব্বনামের উল্লেখ জেনোডোটাসের পূৰ্ব্বে দেখিতে পাওয়া বায় না, এবং আরিষ্টার্কাসের (মৃত্যু ১৫০ খৃঃ পূঃ ? ) গ্রন্থে প্রথম উপসর্গের (Preposition) উল্লেখ দেখিতে পাওয়া যায় । জেনোডোটাস, আলেক্জান্দ্রিয় পুস্তকাগারের প্রথম অধ্যঙ্গ (Librarian), ‘আটকিল’কে প্রথম 'ডেফিনিট্‌’ ও ‘ইনডেফিনিটু বলিয়৷ বিভাগ করেন, এবং তিনিই প্রথম দ্বিবচনের ব্যবহার প্রবর্তন করেন (২৫ • খু০ পু• ) । সিজার’ তাহার “ডি অ্যানালোগিয়1’তে পঞ্চমী বিভক্তির ( ablative) ব্যবহার করেন (গালিকৃ যুদ্ধের সমসময়ে), কিন্তু অপর পক্ষে প্রাতিশাখ্যে নাম (বিশেষ্য ), আখ্যাত (ক্রিয়া ), উপসর্গ এবং নিপাতের উল্লেখ দেখিতে

পাছ