পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সপ্তম সংখ্যা । ] •“নামাখ্যাতমুপসগে। নিপাতশ্চত্নাৰ্য্যতঃ পদজতানি শব্দ: তন্নাম, যেনাভিদধাতি সত্ত্বঃ, • তদtখ্যাতং যেন ভাবং স ধাতুঃ ॥ উপসর্গ। বিংশতিরর্থবাচকা: সহেতরাভ্যামিতরে নিপাত{ঃ ॥ অর্থ সহজবোধা । নিরুক্ত ৭২ এবং ‘চুতুরাধ্যায়িকা’য় আমরা সৰ্ব্বনামের উল্লেখ দেখিতে পাই । ‘বচন’-ভেদ আমরা ব্রাহ্মণে পাইয়াছি, কিন্তু আরিষ্টটলই প্রথম প্রতীচ্যরাজ্যে বচন-বিভাগের আবশ্যকতা উপলব্ধি করিয়াছিলেন, এবং বচনের নামকরণ তাহার বহু পরে হইয়াছিল । আরিষ্টটল কারকের নাম জানিতেন না, কিন্তু প্রতিশাখো সাতটি বিভক্তিরই নাম দেখা যায় । কাত্যায়ন প্রাতিশাখো আছে— “fতঃ কুত্তদ্ধিত চতুষ্টয়সমসা: শব্দময়ম্।" শাকটায়ন নৈরুক্তশাখার প্রতিষ্ঠাতা । শব্দমাত্রই ধাতু হইতে উৎপন্ন বলিয়। তিনি প্রচার করেন । অধ্যাপক মাক্সিমুলর বলেন (History of Ancient Sanskrit Liter. ature) যে, গ্রীকেরা এক বিষয়ে আমাদের ব্যাকরণ । ● Jፃ® অগ্রযায়ী, লিঙ্গনির্ণয় পাণিনি প্রথম করিয়াছিলেন, কিন্তু প্রোটাগোরাস (৪৮০-৪১১ খৃঃ পূঃ ? ) তৎপূৰ্ব্বেই (?) তাহা নির্ণয় করিতে সক্ষম হইয়াছিলেন । খণ্ডশ দেখা হইল ; এক্ষণে দেখা যাউক, সম্পূর্ণ ব্যাকরণ কবে লিখিত হইয়াছিল। হিব্রু ব্যাকরণ খৃষ্টপূৰ্ব্ব ৪র্থ শতাব্দীর কোন সময়ে রচিত হয়। যুরোপে ?tolsI RII##si (=T.<!-ĩ (Dionysius Thrax) ডাওনিসিয়াস থাকৃস্—আরিষ্টার্কাসের ( Aristarchus) grą oroig (Pompey —১০৬—৪৮ খৃ০ পু০ সময়ে রোমে গ্রীকৃভাষায় প্রকাশ করেন । তৎপরে ক্রেট্স অফ ম্যালস গ্রীসে ব্যাকরণ রচনা করেন। আবুল আসওয়েদ (মুঠ ৬৮৮ খৃষ্টাব্দে ) আরবী ব্যাকরণের প্রথম রচয়িত । ইহা হইতেই দেখিতে পাওয়া যাইতেছে, ব্যাকরণ রচনায় ভারতবর্ষ অন্তান্ত সকল জাতি অপেক্ষা কত অগ্রযায়ী। আরও কোন কোন বিষয়ে ভারতবর্ষ অস্থান্ত জাতির অগ্রণী, তাহী ক্রমশ দেখাইবার চেঃ। করিব, আশা রহিল । শ্ৰীচারুচন্দ্র বন্দোপাধ্যায়। অজ্ঞাত দান । O কবে এসে ভেসে গেলে ছায়ার মতন সে বারতা আজো নাহি জানে কোন জন ! তুমিও নাহিক জান—মোর তপ্ত প্রাণ যেটুকু সাম্বন বহে সে তোমারি দান !