পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম সংখ্যা । ] নরবর্ষ। ○> বিহঙ্গ উড়িয়া যবে—মত্ত নিজ গানে— ধtয় সে অনন্ত-ধাম আকাশের পানে ; সহুলা আহত হয়ে নিদারুণ শরে ভগ্ন-পক্ষ হ’য়ে যথা ভূমে আসি পড়ে ; —আমিও তেমনি নাথ তোমার বিহনে, কৃপা করি চিরদিন রেখে ও চরণে । তরঙ্গের মাঝে যথা ভঙ্গুর তরণী —ঘিরে যবে চারিধারে তিমির-রজনী— প্রচণ্ড পবনে সিন্ধু হয় তোলপাড়, চালাবার নাহি হাল—নাহি কর্ণধার ; —আমিও তেমনি নাথ তোমার বিহনে, কৃপা করি চিরদিন রেখে ও-চরণে। ঐজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর । নববর্ষ বিশ্ব প্রকৃতি প্রতিদিনই নুতন, কিন্তু তাহাকে প্রত্যহ নুতন করিয়া অনুভব করিবার সামর্থ্য আমাদের লুই আমাদের পরমায়ু অল্পই, কিন্তু আমরা বিশ্বের চেয়েও যেন প্রাচীন । একটা সেকালের দিঘী যেমন তাহার ভাঙাঘাটে ও শৈবালদলে গঙ্গার চেয়ে প্রাচীন, তেমনি যে জগতে দুদিনমাত্র জন্মিয়াছি, সেই চিরদিনের জগতের চেয়ে আমরা পুরাতন । প্রকৃতি একই মূল্য লইয়া কোটিবৎসর প্রত্যহ তাহার প্রভাত রচনা করিয়া আসি তেছে, একই নক্ষত্রমণ্ডলী অসংখ্যযুগ ধরিয়া তাহার প্রতিরাত্রের সভাসজ্জা সম্পাদন করি: তেছে, নূতনত্বের চেষ্টামাত্রকে সে অবজ্ঞা করে, এতই সে স্বভাব-নবীন। আর আমরা কয়েকটা দিনমাত্র যে জীবনকে বহন করি, সে তাহার প্রাত্যহিক কৰ্ম্মে এবং চিন্তায় প্রত্যহই জরাজীর্ণ হইতে থাকে, সে নিজের প্রতিদিনের পুনরাবৃত্তিতে প্রত্যহই ভারা ক্রান্ত হইয়া উঠে। নুতনত্বের জন্ত আমাদিগকে ঘুরিয়া বেড়াইতে হয়, খুজিয়া বেড়াইতে হয়, কত উদ্যোগ-আয়োজন করিতে হয়—আমরা এতই অল্পদিনের মধ্যে এতই ভয়ানক পুরাতন হইয়া পড়ি,—আমাদের স্পর্শে নবীনত্বের মধ্যে জরা সংক্রান্ত হয় । সেইজন্য প্রকৃতিতে বর্ষারম্ভের কোন বিশেষ দিন না থাকিলেও, মানুষ একটা নব