পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 a R वत्रनलन । । [ ২য় বর্ষ, অগ্রহায়ণ । ঘনমসী-আঁকা লোহার শলাকা সোনার স্বধায় মাধি’ ! নিখিল বিশ্ব পাইতাম প্রাণে আমরা খাচার পার্থী । আজি দেখ ওই পূৰ্ব্ব অচলে চাহিয়া, হোথী কিছুই না যায় দেখt,— আজি কোনো দিকে তিমিরপ্রান্ত দাহিয়া ছোথা পড়েনি সোনার রেখা ! হৃদয়বন্ধু, গুনগো বন্ধু মোর, আজি শৃঙ্খল বাজে অতি স্বকঠোর ! আজি পিঞ্জর ভুলাবারে কিছু নাহিরে, কার সন্ধান করি অন্তরে-বাহিরে ! মরীচিকা লয়ে জুড়াব নয়ন আপনারে দিব ফাকি সে আলোটুকুও হারায়েছি আজি আমরা খাচার পার্থী ! ওগো আমাদের এই ভয়াতুর বেদন যেন । তোমারে না দেয় ব্যথা ! পিঞ্জরদ্ধারে বসিয়া তুমিও কেঁদ না যেন লয়ে বৃথা আকুলতা ! হৃদয়বন্ধু, শুনগো বন্ধু মোর, তোমার চরণে নাহি ত লৌহডোর ! সকল মেঘের উদ্ধে যাওগো উড়িয়া, সেথ ঢাল তান বিমল শূন্ত জুড়িয়া,— “নেবে নি, নেবে নি প্রভাতের রবি” কহ আমাদের ডাকি’ মুদিয়া নয়ান শুনি সেই গান আমরা খাচার পার্থী !