পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা । ] আত্মপ্লুিত হইয়া পড়িল। গুইরাম স্বয়ং সহধৰ্ম্মিণীর গগুদেশে এক প্রকাগু চড় বসাইয়৷ দিল । তখন শ্রাবণের ধারার দ্যায় সেই হতভাগিনীর উপর প্রহারের পর প্রহায় বৃষ্টি হইতে লাগিল। পাচকগণ বেড়ি লইয়া, পরিবেষকগণ হাত লইয়া, আর অন্তান্ত ভৃত্যবর্গ যে যাহা পাইল, তাহ দ্বারা পক্ষ-মুচিনীর সেবা করিতে লাগিল। এক গুইয়াম হইলে পদ্ম-মুচিনী তাহাকে গ্রাহ করিত না, কিন্তু এই সপ্তরর্থীর হাত হইতে উদ্ধায়ের আর উপায় নাই দেখিয়া সে ছুটিয়া গিয়া একজন শ্বেতশ্বশ্ৰুধারী স্থূলকায় সন্ন্যাসীর পদতলে লুটাইয়া পড়িল এবং ওষ্ঠীগত প্রাণটুকু ভিক্ষণ চাহিল। সন্ন্যাসী উভয় বাহু প্রসারিত করিয়া বিপন্নাকে রক্ষা করিতে করিতে সকলকে নিরস্ত হইতে बगिप्णन । अभन-जभब्र তাহাদের চীৎকার কোলাহল শ্রবণ করিয়৷ স্বয়ং ইজনারায়ণ চৌধুরী মহাশয় তথায় উপস্থিত হইলেন। \ව්‍ර চৌধুরী মহাশয়কে দেখিয় পরিচারকবর্গ সসন্ত্রমে সরিয়া দাড়াইলে, তিনি কোলাহলের কারণ জিজ্ঞাসা করিলেন । গুইরাম তখন সাহসে ভর করিয়া কৰ্ত্তাকে প্রণাম করিয়া সমস্ত বৃত্তান্ত একে একে বলিত্তে লাগিল। গুইরামের নিকট সমস্ত শুনিয়া চৌধুরী মহাশয় ক্ষোভে, লজ্জায় ও পরিতাপে মস্তকে করাঘাত করিয়া বলিলেন—“হায়ামজাদি, সৰ্ব্বনাশ করেছিল। তুই জাত ভাড়ালি কেন ? তুই তোর জাতের পরিচয় দিলেও আমি তোকে 8 তৈলবট । 8&t السـ তোর উপযুক্ত চাকুরির বন্দোবস্ত করিয়া দিতাম। তুই অবলা স্ত্রীলোক, তা না হ’লে আজ তোর মাথা কেটে ফেলতেম। স্ত্রীলোক অবধ্য বলিয়াই তুই বঁচিয়া গেলি ।” এই বলিয়া তিনি সন্ন্যাসীর দিকে চাহিয়া বলিলেন, “বাবা, আপনি সাধুপুরুষ, এপাপের কি প্রায়শ্চিত্ত করিব বলিয়া দিন। আমি প্রাণ দিয়াও তাহা করিব। হায় হার,এ পাপের কি প্রায়শ্চিত্ত আছে ? আপনি আমাকে যথাকর্তব্য উপদেশ দিয়া রক্ষা করুন।” এই বলিয়া সন্ন্যাসীর পদে লুটাইয়। পড়িলেন। তখন সন্ন্যাসী ভূপতিত গৃহস্বামীকে উঠাইয়া আশ্বস্ত হইতে বলিয়া বলিলেন—“বাবা, আমি সন্ন্যাসী । ৫ tয়শ্চিত্তের । বিধান প্রদানে অশক্ত । * এ বিষয়ে তোমার সমাজ ও সমাজপরিচালক স্মাৰ্ত্ত পণ্ডিতগণের উপদেশ গ্রহণ কর । এক্ষণে আমার মতে এই হতভাগিনীকে গৃহ হইতে বহিস্কৃত করিয়া দিয়া সমস্ত মৃৎপাত্র পরিত্যাগ কর । ধাতুপাত্র পরিমার্জন কর ও সকলে গঙ্গাস্নান করিয়া আসিয়া এই অতিথিশালা ও এই নারীদ্বারা স্পৃষ্ট দ্রব্যাদি গঙ্গাজলে অথবা গোময়দ্বারা সংস্কৃত করাইয়া লও। ঐ দুষ্টার যথেষ্ট শাস্তি হইয়াছে, উহাকে ছাড়িয়া দাও । তোমার অমুচরবর্গ ও অতিথিগণ, যাহারা অজ্ঞাতে ঐ দুষ্ট-কর্তৃক পৃষ্ট জল পানাদি করিয়াছে, তাহাদের শাস্ত্রোক্ত প্রায়শ্চিভের ব্যয় তুমিই বহন কর। কেন না, তুমি দ্বিতীয় অপরাধী। দেবসেবায় অথবা অতিথিসেৰায় অজ্ঞাতকুলশীলাকে নিযুক্ত করিয়াছিলে। তোমার সমাজের নেতাদিগকেও এই পাপের সামা