পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sv9e বঙ্গদর্শন। [ ২য় বর্ষ, অগ্রহায়ণ । “আমি আপনার এই সামাজিক নিগ্রহের কথা শ্রবণ করিয়াছি । হালুদারমহাশয়ের এই কাও করিতেছেন বলিয়া অনুমান হয় ।” “সকলি বিধাতা করিতেছেন, হালদারদের দোষ কি ?” “আপনি ত যথারীতি প্রায়শ্চিত্ত করিয়া ८छ्न ?” “সাধ্যমত সে বিষয়ে ক্রটি করি নাই।” “এক্ষণে কি করিতে মনস্থ করিয়াছেন ?” “কিছুই স্থির করিতে পারি নাই, অথচ এরূপ সমাজচ্যুত হইয়া থাকা বিড়ম্বনামাত্র । বিধাত আমার প্রতি নিতান্তই বাম झ्हेब्रएछ्न—” “আপনাকে বিধাতা নিতান্তই সদয় ।” বাধা দিয়া ইন্দ্রনারায়ণ কহিলেন— “আমি আপনায় কথা হৃদয়ঙ্গম কবিতে পারিলাম না। বিধাতা আমার প্রতি সদয়, কিসে জানিতে পারিলেন ?” “আপনি প্রায়শ্চিত্তেয় জন্য কোথা হইতে ব্যবস্থা আনাইয়াছিলেন ?” “চন্দননগরের নিকটবর্তী সমস্ত স্মাৰ্ত্ত অধাপক ও আপনার নবদ্বীপ এবং মিথিলা হইতেও ব্যবস্থা আনাইয়াছিলাম।” “র্তাহার শাস্ত্রে পণ্ডিত, শাস্ত্রসম্মত প্রায়শ্চিত্তের ব্যবস্থা দিয়াছেন, সামাজিক ব্যবস্থা তাহার কোথায় পাইবেন ? এ বিষয়ে সামাজিক ব্যবস্থাও গ্রহণ করা উচিত।” রাজার মুখের দিকে দৃষ্টিপাত করিয়া চৌধুরী মহাশয় সাগ্রহে জিজ্ঞাসা করিলেন— “সামাজিক ব্যবস্থা কিপ্রকার ? কোথায় সে ব্যবস্থা পাইব ?” বাধা দিয়া রাজা বলিলেন—“আমি নবদ্বীপের সমাজপতি, সামাজিক ব্যবস্থা আমি দিব।” এই বলিয়াই সহাস্তে বলিলেন, “নবদ্বীপের অধ্যাপকের তৈলবট না পাইলে ব্যবস্থা দেন না—আমারও তৈলবট চাই।” চৌধুরী মহাশয় বলিলেন, “মহারাজ, আপনি সমস্ত বঙ্গদেশের মধ্যে অদ্বিতীয় ব্যক্তি, আপনাকে তৈলবট আমি কি দিব ? আমার যথাসৰ্ব্বস্ব ব্যয় করিয়াও আমি 'আমার লুপ্ত সামাজিক মর্য্যাদা পাইতে প্রস্তুত আাছি।” রাজা আবার সহাস্তে বলিলেন“সৰ্ব্বস্ব ব্যয় করিতে হইবে না—তৈলবটের কথা পরে হইবে—এক্ষণে আমার পরামর্শে আপনি অচিরেই সমাজপতি হইতে পারিবেন। ভগবতী আপনাকে যেমন অতুল ধন ও সম্মানের অধিপতি করিয়াছেন, সেইপ্রকার সর্ব-সুলক্ষণ-সম্পন্ন। চারিটি কন্যাও দিয়াছেন। আপনি শ্রোত্রীয়, অবিলম্বে চারি মেলের চারিজন গুণবান প্রতিপত্তিশালী স্বভাবকুলীনের সন্তান আনিয়া আপনার কল্পাচতুষ্টয়কে সম্প্রদান করুন। চারি মেলের চারিজন কুলীনের সন্তান আপনার অনুগত থাকিলে আপনিই স্বতন্ত্র দল বাধিতে পারিবেন। আপনার জামাতার জ্ঞাতিকুটুম্বগণকেও আপনার আনুগত্য স্বীকার করাইবেন, তাহা হইলেই আপনি অচিরে সমাজমধ্যে পূজনীয় হইবেন। আমার মতে ইহাই সৰ্ব্বাপেক্ষ স্বব্যবস্থা।" | ব্যবস্থা গুনিয়া ইন্দ্রনারায়ণ হাতে স্বর্গ পাইলেন। তাহার দৃষ্টির সন্মুখ হইতে ৰেন একথান। যবনিক সরিয়া গেল। তাহার