পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88९ কেন না, পেরীকে ছাড়িয়া, যদি দূরদেশে যাইতে হয়, এই আশঙ্কায় আমার মন বড়ই অধীর হইয়াছিল। ঈশ্বরেয় জয়' হোকৃ! সৈন্ত-তালিকায় আমার নাম উঠিল না। জী-নামে একটি যুবক, ধাত্রী-পুত্র-সম্পর্কে त्रांभांब्र छांहे इहेउ, ऊांशंब्रहे नांभ खेठेिण । দেখিলাম সে কাদিতেছে, আর এই কথা বলিতেছে —“তা হ’লে আমার অভাগী মায়ের দশা কি হইবে ?” & —“শাস্ত হও জা, তুমি কেঁদো না ; দেখ, আমার মা-বাপ নাই ; তোমার হয়ে আমিই যাব।”—এই কথা সহসা যেন সে বিশ্বাস করিতে চাহিল না। পেরীন নাস্পাতির তলায় সেই সময় আসিল ;—তার চোখছুটি জলে ভিজিয়া গিয়াছে। আমি ইতিপূৰ্ব্বে কখনও তাকে কাদিতে দেখি নাই । তার মুখের হাসিটয় চেয়ে তার কান্নাটি ধেন আরও স্বন্দর ! সে আমাকে বলিল —“তুমি বেশ কাজ করেছ, তোমার খুব দয়া ; পিয়ের! তুমি যাও ; যতদিন না তুমি ফিরে এসো, আমি তোমার জন্ত অপেক্ষা করে থাকুব ।” وي রণবাস্তবাজিয়া উঠিল—সেনাধ্যক্ষ হুকুম দিতে লাগিলেন —“ডাইনে, বায়ে,--ডাইনে, रॉीं८ग्न !—এগোও—চল !” ওয়াগ্রাম পৰ্য্যন্ত আমরা চলিলাম। মনে মনে বলিলাম ঃ– “পিয়ের । বুক বাধে, শক্ৰ সন্মুখে !” একটি দীর্ষ প্রসারিত অগ্নি-রেখা এইবার দেখিতে পাইলাম পাচ-শে কামান এই সময়ে दछझर्श्वन । গির্জায় আমি একটা বাতি পুড়াইলাম। [ ২য় বর্ষ, অগ্রহায়ণ । একসঙ্গে গর্জন করিতেছিল, তাহার খুমে আমার নিশ্বাস যেন রুদ্ধ হইয়া আসিল এবং ভুলগ্ন রক্তে আমার পা পিছলাইয়া যাইতে লাগিল। আমার ভয় হইল, আমি পিছনে একবার তাকাইয়া দেখিলাম । q পিছনে ফরাসীদেশ এবং সেই গ্রামখানি ; আর, সেই নাসপাতির সমস্ত ফুলগুলি এখন ফলে পরিণত হইয়াছে । আমি চোখ বুজিলাম—চোখ বুজিয়া দেখিলাম, যেন পেরা আমার জন্ত ঈশ্বরের নিকট প্রার্থনা করিতেছে। ঈশ্বরের জয় স্তে ক্ ! আমার এখন সাহস হইয়াছে। “এগে \. & H. ডাইনে, বায়ে !—ছোড়ো 蒙 সঙিন !”—“সাবাস । সাবাস্ ! নবাগত সৈনিকটি তো বেশ দক্ষত দেখাইতেছে”— “তোমার নাম কি বৎস ?”—“মহারাজ ! আমার নাম পিয়ের ”—"পিয়ের ! আমি তোমাকে ব্রিগেডিয়ার করিয়া দিলাম ,” ゲ পেরীন, পেরীন !—আমি এখন ব্রিগেডিয়ার! যুদ্ধের জয় হোকৃ।—যুদ্ধের দিন তো উৎসবের দিন । যুদ্ধযাত্রায় চল। তো অতি সহজ, পায়ের পর পা ফেলিয়া চলিলেই হইল!— “ডাইনে, বায়ে ! পিয়ের ! এবারও তুমি সকলের আগে ?”—“আচ্ছ, একটা কাপ্তেনের ঝাপ্পা ( epaulette ) তুমি কুড়াইয়া লও।” ঝাপ্ল-ওয়াল কত মৃত কাপ্তেন তখন ভূ-লুষ্ঠিত—একটা ঝাপ্পা কুড়াইয়া লইয়া স্কন্ধে পরিলাম । te • আপনার অত্যন্ত. অনুগ্রহ ।” -“मशंब्रांछ !