পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা । ] স্বদেশভক্তি । 8 8 R গ্রহণ করিলাম- অর্থাৎ কাৰ্য্যত উহাকে ব্রিটিশরাজ্যভুক্ত করিয়া লইলাম । আবার দেখ, ট্রান্সভালের আভ্যন্তরিক ব্যাপারে আমরা হস্তক্ষেপ করিব না—এইরূপ অঙ্গীকারবাক্য দুই দুই-জন উপনিবেশসচিবের মুখ দিয়া ব্যক্ত করিয়াও, পরে সেই দেশের রাষ্ট্রীয় নিৰ্ব্বাচনকার্য্যে কতকগুলি বিশেষ নিয়ম স্থাপন করিবার জন্ত আমরা জিদ করিতে লাগিলাম ; এবং যখন ট্রান্সভালবাসিগণ তাহাতে বাধা দিল, তখন সেই ছুতা ধরির আমরা সৰ্ব্বোচ্ছেদকারী এক মহাযুদ্ধ বাধাইয়া দিলাম। * এই সকল কথা স্মরণ করিলে স্বদেশভক্তি কিছুতেই হৃদয়ে পোষণ করা যায় না । তা ছাড়া, যে সময়ে জনসাধারণ একজন দমু্যদলপতিকে সমারোহে অভ্যর্থনা করে, যে সময়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষগণ সেই ষড়যন্ত্রিদলের সর্দারকে বিশ্ববিদ্যালয়ের সন্মান-উপাধি প্রদান করে ; অথবা, যিনি নিজের পররাজ্য-আক্রমণ-মন্ত্রণার বিরোধিপক্ষদিগকে “তৈলাক্ত পিচ্ছিল দ্যায়পরতা’র উল্লেখ করিয়া উপহাস করিয়াছিলেন, বিশ্ববিদ্যালয়ের অধস্তন ছাত্রমণ্ডলী সিংহনাদ-সহকারে ষে সময়ে তাহার স্তুতিবাদ করে ;–সেই সময়ে আমাদের জাতীয় চরিত্রের যেরূপ . লক্ষণ প্রকাশ পাইয়াছিল, তাহাতে অনুরাগ আকৃষ্ট হয় না । এই সকল এবং আরও অন্তান্ত বিপরীত অভিজ্ঞতার ফলে, যদি আমার স্বদেশভক্তি তিষ্টিয়া থাকিতে না পারে এবং সেইজন্যই যদি আমাকে স্ন-স্বদেশভক্ত বলা হয়,—ভাল, তাহাতে আমি সস্তুষ্ট আছি । "ন্তীয় চোকৃ, অন্তায় হোকৃ, আমাদের দেশ”-এই ঘোষণাবাক্য আমার নিকট অতি জঘন্ত বলিয়া মনে হয়। স্বদেশভক্তির সহিত সাধারণত যে স্মৃতি জড়িত, তাহাতে এই ঘোযণবাক্য কিয়ৎপরিমাণে সমর্থিত হইতে পারে । কিন্তু উহার আচ্ছাদনটি টানিয়া লও, দেখিবে উহার অন্তর্নিহিত তাবের কথাটি যার-পর-নাই জঘন্ত । এক্ষণে, অন্যপ্রকারের দৃষ্টান্তগুলি আলোচনা করা যাউক । এখন মনে কর, যেন আমাদের দেশই ন্যায়পথে অবস্থিত—মনে কর, যেন আমাদের দেশই বিদেশীয়দিগের আক্রমণ-প্রতিরোধে প্রবৃত্ত ; এরূপ স্থলে ঐ ঘোষণাবাক্যের মধ্যে যে ধারণা—যে ভাবটি নিহিত দেখিতে পাওয়া যায়, তাহ ন্যায়ানুগত । এ কথা খুব জোরের সহিত তর্কস্থলে বলা যায় যে, আত্মরক্ষা শুধু ন্যায়ের সমর্থনীয় বিষয় নছে— উহ! একটি কৰ্ত্তব্য কৰ্ম্ম । এথন ইহার বিপরীতে মনে কর, অামাদের দেশ অপরের রাজ্য অধিকার করিয়াছে, অথবা শস্ত্রবলে অন্য ‘জাতির স্কন্ধে এরূপ পণ্যদ্রব্য চাপাইবার চেষ্টা করিতেছে, যাহা তাহারা চাহে না ; কিংবা, যাহারা এই কারণে প্রতিশোধ লইয়াছে, তাহাদিগকে শাস্তি দিবার জন্য আমাদের

  • দোযখওনের চেষ্টায় এখনও অনেকের মুখে এই কথা পুনঃপুন শুনা যায় যে, বোয়ারেরাই প্রথমে যুদ্ধ আরম্ভ করে। আমেরিকার যুক্তরাজ্যের সুদূর পশ্চিমে—যেখানে প্রাণ হাতে করিয়া সৰ্ব্বদা যুদ্ধ করিতে DSBBDDB BBBB DDDD DDD BBBB BB BBB BBS BB BBBBBBBBBSBBBBSBBBB নিজেয় জন্ত্রের দিকে হস্তচালনা করে। প্রস্তাবিত স্থলে, এই নিয়মের কিরূপ প্রয়োগ হইতে পারে, তাহ।

বুঝাই যাইতেছে । .