পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8&& বঙ্গদর্শন । [ ২য় বর্ষ, অগ্রস্থায়ণ । বদ্ধমূল করিবার এত প্রয়াস কেন ? আমাঙ্গের উপর এ বিজাতীয় হিংসার, এ পাশব বিদ্বেষের কারণ কি ? মুদ্রাতত্ত্ববিদেরা ভারত-ইতিহাসের যে তথ্যসকল আবিস্কার করিয়াছেন, তাহার সংক্ষিপ্ত একটি আভাস দিয়া তাহার উপর মুদ্রাতত্ত্ববিৎ কোন ইংরাজ লেখকের দুটি-একটি টিল্পনীর উল্লেখ করিব। কুসংস্কারপূর্ণ বিদ্বেষবুদ্ধি দ্বারা ঐতিহাসিক সাক্ষ্য আচ্ছন্ন করাই সে টিপ্পনীগুলির একমাত্র উদ্দেশু বলিয়া বোধ হয়। আলেক্জাণ্ডারের ভারত-আক্রমণ অবশু সকলেই অবগত আছেন । সমগ্র আশিয়া-বিজরী মদোন্মত্ত গ্রীকৃসেন পঞ্জাবে ফুটি-একটি-মাত্র যুদ্ধ করিয়াই আর অগ্রসর হইতে একেবারেই অস্বীকার করিল। আশিয়ার মধ্যে তারতবর্ষীয়েরা বলবীৰ্য্যে এবং সাহসে অগ্রণী, এ কথা গ্ৰীকৃ ঐতিহাসিকই বলিয়াছেন। তাহারা পঞ্জাবের যতদূর পৰ্য্যন্ত আসিতে সক্ষম হইয়াছিল, তাহার পূৰ্ব্বদিকে আরও অধিকতর বলশালী এবং সাহসী জাতির রাজ্য, এই সংবাদে যে গ্রীকৃসেনা আর অগ্রসর হইতে চাহিল না, তাহাও তাহাদিগেরই ঐতিহাসিকদিগের নিকট হইতে শুনিতে পাই । এখন শুনি যে, • তাহারা কেবল গ্রীষ্মাতিশয্যের জন্যই ভারতবিজয়ের লোভ পরিত্যাগ করিয়া গৃহপ্রত্যাগত হইয়াছিল, ভারতবর্ষীয়দের কোন শক্তির প্রভাধে নহে । কেন না, কোন য়ুরোপীয় জাতি ভারতবাসীর নিকট বাধা পাইতে পারে, ইহা বাতুলের কল্পনারও অতীত ! ( Numismatists) কিন্তু দিগ্বিজয়ী বিশ্বগ্রাসী কোন, সেনা গ্রীষ্ম বা শীতাধিক্য বশত সহজসাধ্য কোন বিজয়ের প্রলোভন অবহেলায় ত্যাগ করিয়া প্রত্যাবৃত্ত হইল, এ অনুমান পৃথিবীর ইতিহাসে এই প্রথম শুনিলাম । তার পয় খৃষ্টপূৰ্ব্ব ৩৩০ বৎসর হইতে ২৩০ অব্দ পর্য্যন্তেয় কোন বিশ্বাসযোগ্য লিখিত ইতিহাস অদ্যাপি পাওর। যার নাই। তবে মুদ্রাতত্ত্ববিদেরা কতকগুলি তথা উদ্ধার করিয়াছেন, তাহার মৰ্ম্ম এই – আলেক্জাণ্ডারের মৃত্যুর পর গ্রীকৃসাম্রাজ্যের মধ্যে সৰ্ব্বাপেক্ষা সমৃদ্ধিশালী ব্যাকৃটিয়াপ্রদেশ সেগুসিডীদের অংশভূত হওয়াতে স্থানীয় কোন শাসনকৰ্ত্তার হস্তে তথাকার শাসনভার দ্যস্ত হয় । এই শাসনকর্তা অতি অল্পদিনের মধ্যেই বিদ্রোহী হইয়া উঠেন। তখন আস্তিওকাস চন্দ্রগুপ্তের সাহায্যে তাহাকে এবং তাহার সহকারী রাজগণকে পরাজিত করির ককেশাস্পৰ্ব্বতের দক্ষিণস্থ লোয়ার ব্যাক্ট য়ার কতকগুলি প্রদেশ চন্দ্রগুপ্তকে অর্পণ করেন । কিছুকাল পরে ব্যাকটিয়ার গ্রীকৃদিগের । সহিত সেগুসিড়ীদিগের যুদ্ধ হয়, তাহাতে ভারতেশ্বর স্বভগসেনের সাহাষ্যে সেওসিড়ীর যুদ্ধে বিজয়ী হইলে । ককেশাসের দক্ষিণস্থ অবশিষ্ট সমগ্র ব্যাকৃটিয়ান প্রদেশগুলি মহারাজ স্বভগসেনের অধিকারভুক্ত হয়। ভারতসাম্রাজ্য ককেশাস পর্য্যস্ত বিষ্কৃত হইল। পরে ইউক্র্যাটাইডিস্-নামক কোন এক ব্যাকুটিয়ারাজের সময় জুডাস পর্যন্ত সমস্ত ব্যাক্ট স্বা-রাজ্য পুনৰ্ব্বার ব্যাটিয়ানनिरश्रज्ञ श्रष्ठशङ इहेब्रांझिण । किख ईश