পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম সংখ্যা । ] প্রাচীন ভারতের ব্যাপ্তি | 86ථ দের এই আকরিক শ্ৰীবৃদ্ধি অধিককাল স্থায়ী হষ্টল না। ইহার পুত্র হেলিওক্টেসের সময়েই ব্যাক্টি স্বাদিগের উপর পার্থিয়ান্‌দিগের আক্রমণের আরম্ভ। কিছুদিনের মধ্যেই ইহারা ব্যাকূটিয়া-রাজ্যের সমুলে উচ্ছেদসাধন করিয়া ফেলিল। কিন্তু ইহার হিন্দুকুশের দক্ষিণে আসিতে পারে নাই। দিগ্বিজয়ী গ্রীকের স্থায় নবোধিত পার্থিয়ান বীৰ্য্যও সমগ্র আশিয়া প্লাবিত করিয়া ভারতবাসীর নিকট বাধা পাইল । অতঃপর খৃষ্টপূৰ্ব্ব ১২৭অৰে শকেদের অভু্যদয়ে আশিয়াখণ্ডে গ্ৰীকৃরাজ্যের শেষচিন্তু পৰ্যন্ত নির্মুল হইয়া গেল। এই দুৰ্দ্ধৰ্ষ শকগণ অপ্রতিহতবেগে সমস্ত মধ্যআশিয়া গ্ৰাস করিয়া প্রচণ্ডবেগে ভারতবর্ষ আক্রমণ করিল। সমস্ত উত্তর ভারতবর্ষ অচিরেই তাছাদের করতলগ্রস্ত হইয়া পড়িল । কিন্তু ইহার ২০৷২৫বৎসরের মধ্যেই খৃষ্টপুৰ্ব্ব ৫৬অব্দে ইহার শকারি বিক্রমাদিত্যের হস্তে বিধ্বস্ত এবং পরাজিত হইয়া ভারতশাসনের মুখস্বপ্ন পরিত্যাগ করিয়া গৃহপ্রত্যাগত হইতে বাধ্য হইল । আপাতত এই পৰ্য্যন্ত। ইহা হইতে ভারতবর্ষীরদিগের এই অন্তত পাচ-সাতশত বৎসরের ইতিহাস শৌর্য্যবীৰ্য্যহীন কি না, তাছা সকলেই বিবেচনা করিয়া লইতে পারেন। এই ত গেল মুদ্রাতত্ত্ববিদ্যার ( Numismaties ) irri i qy sin fqi বটে, কিন্তু আমরা আমাদের এই ছুদিনে ইহ অগ্রাঙ্ক করিতে পারি বলিয়া বোধ হর না। তবে এস্থলে লেখকের দুটি-একটি টিল্পনী নিতান্ত অপ্রাসঙ্গিক হইবে না। ব্যাকটিয়ার বিদ্রোহী শাসনকৰ্ত্তাদিগের—আস্তিওকাস প্রভৃতির—যুদ্ধের সময় চন্দ্রগুপ্ত, অশোক, মুভগসেন ইত্যাদি ভারতরাজ্যাধিকারীদিগের পলিসি-সম্বন্ধে লেখক বলিতেছেন যে, তাহারা যখন যে দল প্রবল হইতেন, তখন সেই দলের সহিত যোগ দিয়া নিজেদের স্বার্থসিদ্ধি করিয়া *son (Their policy was to profit by the dissensions, which tore the Macedonian empire, and to side with whichever party had the upper hand.) ‘so go on প্রবল হইত, হা অদৃষ্ট ! সবলকে সাহায্য করিয়া দুৰ্ব্বল তাহার স্বকীয় রাজ্যের ভাগ সুদীর্ঘকাল পর্য্যন্ত বংশানুক্রমে লাভ করিতে করিতে নিজের রাজ্য বৃদ্ধি করিতে লাগিল, ইহা অন্ত কোথাও সম্ভব হইয়াছিল বলিয়। শুনি নাই, হইতেছে বলিয়াও জানি না। তবে বীৰ্য্যহীন দুৰ্ব্বল আধুনিক ভারতবর্ষে অসম্ভবকেও সম্ভব হইতে হইবে । আর একটি ক্ষুদ্র উদাহরণ দিয়া এই প্রবন্ধ শেষ করিব । ইহাতে লেখক অজ’নমিক (Azes ) কোন রাজার উল্লেখ করিরাছেন। মুদ্রায় ইহার ভারতবর্ষীয়ভাবে খোদিত চিত্র দেখিতে পাওয়া যায় । ইনি আলেক্জাণ্ডারের পর আশিয়ার, মধ্যে সৰ্ব্বপ্রধান নরপতি ছিলেন । ইহার রাজ্য ককেশাসের উত্তরভাগ পৰ্য্যন্ত বিস্তৃত ছিল। চীনের বলেন যে, ইনি রাজা অশোক । লেখক কিন্তু বলেন যে, ইনি ভারতবর্ষীয় হইতে পারেন না। কারণ, কোনও ভারতবর্ষীয় যে ককেশাসের উত্তরভাগ পৰ্য্যন্ত