পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আহবান |


Q-----س

ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে তোমার করুণাপূর্ণ সুধাকণ্ঠস্বরে। আজ তুমি বিশ্বমাঝে চলে গেলে যবে বিশ্বমাঝে ডাক মোরে সে করুণ রবে ! খুলি দিয়া গেলে তুমি যে গৃহদুয়ার সে দ্বার রুধিতে কেহ কহিবে না আর . বাহিরের রাজপথ দেখালে আমায়, মনে রয়ে গেল তব নিঃশব্দ বিদায় ! আজি বিশ্বদেবতার চরণ-আশ্রয়ে গৃহলক্ষ্মী দেখা দাও বিশ্বলক্ষ্মী হয়ে ! নিখিল নক্ষত্র হতে কিরণের রেখা সীমস্তে অকিয়া দিক সিন্মুরের লেখা! একাস্তে বসিয়া আজি করিতেছি ধ্যান সবার কল্যাণে হোক তোমার কল্যাণ ! পরিচয় । —O— যতকাল কাছে ছিলে বল কি উপায়ে আপনারে রেখেছিলে এমন লুকায়ে ? ছিলে তুমি আপনার কৰ্ম্মের পশ্চাতে অন্তর্যামী বিধাতার চোখের সাক্ষাতে । প্রতি দণ্ড-মুহূর্তের অন্তরাল দিয়া নিঃশব্দে চলিয়া গেছ নম্র-নত-হিয়া । আপন সংসারখানি করিয়া প্রকাশ আপনি ধরিয়াছিলে কি অজ্ঞাতবাস !