পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8v8 बछल-नि [ ২য় বর্ষ, পৌৰ । হাস লিখিতেন ; এবং সময়নির্ণয়বিষয়ে কল্পনার হস্তে আত্মসমর্পণ করিতেন না। ছণ্টর-সাহেব মুসলমানদের একটা উৎকলআক্রমণের তারিখ ধরিয়া ১৫৬৭-৬৮ খৃষ্টাব্দ তেলিঙ্গামুকুন্দদেবের রাজত্বকাল স্থির করিয়াছেন ; তাহার রাজত্বের ১৭বৎসর পূৰ্ব্বে গোবিন্দবিদ্যাধর কালুয়দেবকে বধ করিয়া রাজা হইয়াছিলেন। কালুর নাকি এক বৎসরের অধিক রাজত্ব করেন নাই । এই কালুদ্ধদেব প্রসিদ্ধ প্রতাপরুদ্রদেবের পুত্র। কথিত আছে, প্রতাপরুদ্র ২৮ বৎসর রাজত্ব করিয়াছিলেন । এ হিসাবে প্রতাপ রুদ্রের রাজত্বকাল ১৫২২—১৫৫০ হয়। এই তারিখটিতে অসম্ভাব্যতা নাই। কারণ প্রতাপরুদ্রের সমসেই চৈতন্তদেব উৎকলে আসিয়াছিলেন, এবং ইহারই রাজত্বসময়ে পুরীতে র্তাহার অন্তৰ্দ্ধান হয়। চৈতন্যদেবের তিরোভাবকাল ১৫২৭ বলিয়া নিৰ্দ্ধারিত হইস্বাছে । চোরগঙ্গ হইতে প্রতাপরুদ্র পর্য্যন্ত ২•জন রাজা রাজত্ব করিরাছিলেন বলিয়া কথিত আছে। ধরিয়া লওয়া যাউক,উহা সত্য কথা। তালপাতার ইতিহাসের উপর সম্পূর্ণ বিশ্বাসস্থাপন না করিয়া, গড়ে যদি ১৫ বৎসর করিয়া ইহাদের রাজত্বকাল ধরা যায়, তাহা হইলে চোরগঙ্গ ১২২৭ খৃষ্টাব্দে আসিয়া পড়েন ; এবং জগন্নাথমন্দিরের জন্ম উহার ৬-বৎসর পরে অর্থাৎ ১২৮৭তে পড়ে। চোরগঙ্গের পূৰ্ব্বে, ষযাতি হইতে সুবৰ্ণকেশরী পৰ্য্যন্ত, ৪৪জন কেশরী রাজার রাজত্ব করার কথা উল্লিখিত আছে। দেশের প্রাচীনতাপ্রতিষ্ঠার জন্ত, অনেক সময়েই তালিকাগুলি বড় ভারি করা হইত ; র্যাহারা একই রাজার রাজত্বসময়ে একটু বিদ্রোহিত করিয়াও এখানে-সেখানে siং-খানি &ांभ णइंग्रां ब्रांछ श्हेब्रां वनिtऊन, उँीशं८मब्र নামও যে পরে পরে সাজাইয়া দেওয়া হুইত, এরূপ দৃষ্টান্তও পাওয়া যায়। সে সকল আনুমানিক কথা না হয় নাই তুলিলাম এবং মাদলাপাজিতে ইহাদের রাজত্বকালসম্বন্ধে যাহা বলিয়াছেন, তাহাই ধরিয়া লওয়া गाउँक। এই রাজাদের রাজত্বকাল ৬e৮ বৎসর ধরা হইয়াছে ; এখন ১২২৭ হইতে ঐ অঙ্কটি বাদ দিলে, ঘষাতি-কেশরীর ৫৬৯ খৃষ্টাব্দে আবিভূত হওয়ার কথা। এ হিসাবে ৪২৩–৫৬৯ উৎকলে যবনাধিকারের কাল । এই তারিখগুলিও পাঠকবর্গকে বিশ্বাসযোগ্য বলিয়া গ্রহণ করিতে বলিতে পারি না । প্রবাদ বা ইতিহাসের কথা এই যে, যখন ষবনেরা উৎকল অধিকার করে, তখন তাহাদের ভয়ে জগন্নাথঠাকুরটিকে শোণপুরের এক পৰ্ব্বতগুছায় লুকাইয়া রাখা হইয়াছিল। এবং ষযাতি ঘবনদের পরাজয় করিয়া সেই মূৰ্ত্তি পুনৰ্ব্বার পুরীতে ফিরাইয়া আনেন। যযাতি-কেশরী আর্য্যরাজ্য স্থাপন করিয়৷ বাঙ্গালার সেন রাজাদের মত, আৰ্য্যাবৰ্ত্ত হইতে ব্রাহ্মণ আনিয়া, দেশটা আৰ্য্যজাতির নিবাসস্থান করিয়া তুলেন ; এবং তিনিই শিবলিঙ্গাধিষ্ঠিত ভুবনেশ্বরমন্দির নিৰ্ম্মাণ করেন। কালনির্ণয়ের জন্ত এ সকলগুলি কথারই বিচার করিবার প্রয়োজন হইৰে । প্রথমে যবনাধিকারের সময়ের কথার আলোচনা করা যাউক। দক্ষিণাঞ্চলে অন্ধু রাজগণকে পরাভূত করিয়া, অষ্ট ৰবন