পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 abr दंश्रम*न । । [ ২য় বর্ষ, পৌৰ । ডান হাত হতে বাম হাতে লও, বাম হীত হতে ডানে ! নিজধন তুমি নিজেই হরিয়া কি ষে কর কেব। জানে । কোথা বসে আছ একেলা ! সব রবিশশী কুড়ায়ে লইয় তালে তালে কর এ খেলা ! । খুলে দাও ক্ষণতরে, ঢাকা দাও ক্ষণপরে, মোরা কেঁদে ভাবি আমারি কি ধন কে লইল বুঝি হরে’ ? দেওয়া-নেওয়া তব সকলি সমান, সে কথাটি কেবা জানে ! ডান হাত হতে বাম হাতে লও, বাম হাত হতে ডানে । এইমত চলে চিরকাল গো শুধু যাওয়া, শুধু আস ! চির দিনরাত আপনার সাথ আপনি খেলিছ পাশ ! আছে ত যেমন যা ছিল ! হারায়নি কিছু ফুরায়নি কিছু যে মরিল ষেবা বাচিল । বহি’ সব সুখদুখ এ ভুবন হাসিমুখ! তোমারি খেলার আনন্দে তার ভরিয়া উঠেছে বুক ! আছে সেই আলে, আছে সেই গান, আছে সেই ভালবাসা ! এইমত চলে চিরকাল গো শুধু যাওয়া, শুধু আসা !