পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बवभyरश। ] সৎপাত্র। 8$3 প্রতিদিনের শুষ্কতার, সংসারের হৃদয়দৈন্তের মধ্যে পরিপূর্ণ প্রেমকে রস জোগাইরা বিকশিত করিয়া রাখা ক্ষুদ্র শক্তির কাজ নহে । বিমলা বুঝিতেছিল,তাহার কল্পনার দাবী সে সংসারে মিটাইতে পারিতেছিল না। কোথায় সীতা-সাবিত্ৰী-দময়ন্তী, আর কোথায় সে—কোথায় কাব্যলোক, আর কোথায় তাহার গৃহ ! কথকে যাহা শিখার, রামায়ণে যাহা শোনে, তাহাতে সমস্ত বিগলিত চিত্ত আকৃষ্ট হইয়া ছোটে, কিন্তু পাষাণ-সংসারে ঘা থাইয়। যখন সে ফিরিয়া আসে, তখন জগতের কোনখানে তাহার বেগকে সে সংবরণ করিবে ! স্বামীর সহিত তাহার সম্বন্ধটা সংক্ষেপে এইরূপ —এক-একটা পুরুষ থাকে, যে এদিকে যেন গো-বেচার, কিন্তু নিজের স্ত্রীর কাছে শ্বাপদবিশেষ। গর্জনেও যেমন, তর্জনেও তেমনি। সাধু সেইরকম লোকটা । বাহিরে সে চুপচাপ, মুখে কথা নাই, কিন্তু অস্তঃপুর তাহার দৌরাত্ম্যে কম্পমান। মুখে ঘাহা না বলিবার, তাহা ত বলেই এবং হাতে যাহা না করিবার, তাহাও করে। এই वब्रटन झूर्ध्नि औद्र श्रएखाष्टिजिब्रां उिनि विशिপূৰ্ব্বক সমাধা করিয়াছেন। প্রথমটি আত্মস্বাভিনী; দ্বিতীয়টি গর্ভাবস্থায় মরিয়াছে এবং তাহার মৃত্যুঘটনা সংশয়জনক। পাড়ায় ভোলানাথ বলিয়া একটি একে-ফেল যুবক বেকার বসিয়া আছে, সেই ভদ্রলোক নানা কৌশলে এই ভদ্রলোকটিকে বিচারের বক্সभूट इहे;उ ब्रक्राँ कब्रिव्रा श्रघ्नौब्र नाधूबांगलांबन रहेब्रांदह । সাধুচরণ কুলীন, তাহার বিবাহ হইতে বিলম্ব হইল না। বিবাহকালে নুতন স্ত্রী বিমলার বয়স পনেরো ছিল—দেখিতে সে সুন্দরী। পতিগৃহে আসিয়াই স্বামীর সহিত এমনি একপ্রকারের কঠিন ঘনিষ্ঠত হইল যে, তাহার চাপে সে আপনাকে বিকাশদান করিতে পারিল না । স্ত্রীলোকের পক্ষে পনেরো বৎসরের স্থতি নিতান্ত সামান্ত নহে। এই বয়সে দেহের বন্ধন নানাদিকে নিবিড়ভাবে জড়িত হইয়া উঠে। এই সমস্ত বন্ধনকে শিথিল করিয়া দিয়া তাহাকে প্রবলশক্তিতে একমাত্র আপনার করিয়া লইতে পারে, এমন একটি বিপুল প্রেমের জন্য তাহার হৃদয় অপেক্ষা করিয়াছিল । te - সেদিন সে তাহার বড়-বড় চোখ-দুটি মেলিয়া পূৰ্ব্বজীবনের কথা ভাবিতেছিল। চিরকাল সে বাপের আদরের মেয়ে ছিল । বাপ তাহার ছেলেদের খুব কঠিন শাসনেই রাখিতেন, কিন্তু মেয়েটির গায়ে হাত দেয়, এমন সাধ্য কাহারো ছিল না। মা তাহার দুরন্তপন দমন করিতে গেলে বাপ তাহার পক্ষ অবলম্বন করিতেন। সেই পিতৃস্নেহমণ্ডিত তাছার গৃহ এবং পল্লীটি তাহার অনিমেষদৃষ্টির সম্মুখে জাগিয়া উঠিল। সেই আমবাগান, সেই পুকুর, সেই প্রতিবেশী বাড়ুৰ্য্যেদের চণ্ডীমণ্ডপ, সেই ভাঙা-প্রাচীরসংলগ্ন নারিকেলের শ্রেণী, সেই উাহাদের গোয়ালের পশ্চিমধারে বাতাবিলেবুর গাছ । গদানামধারী যে কুকুরটাকে পাতের ভাত विदांब्र छछ थठाइ भषाॉप्ङ्ग cन खेटेक:वदब्र ডাকিত, সেই লুদ্ধ, অমুগত, অনুরক্ত পশু