পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৰম সংখ্যা । ] ക്ഷ=ങ്ങ~ এ কি ! এ যে বনমালী ! একমুহূর্বে বিমলার হৃৎপিণ্ডের সমস্ত রক্ত উদ্বেলিত इहेब्र खेळेिण. उांशंद्र शङ-* श्भि श्ब्रा আসিল । ক্ষণকাল পরে আত্মসংবরণ করিয়া সে মাথার উপরে কাপড় টানিয়া-দিয়া উঠিয়৷ জাড়াইল । বনমালী কহিল—“বিমি, দেখিতে আসিলাম ।” বিমি ! তাহার পিতৃগৃহের এই আদরের নামটি গুনিয়া বুকের ভিতর হইতে বিমলার সমস্ত প্রাণটা সাড়া দিয়া উঠিল। হায়, মামুষের প্রাণ কতটুকু মুখের জন্ত কতখানি ভূষিত হইয়া থাকে। পৃথিবীতে আর কাছারে কাছে এই ছোট শব্দটির কোনই মুল্য নাই—তবু ইহা এত দুর্লভ ! বিমলা কম্পিতম্বরে কহিল—“বাবা তোমাকে পাঠাইয়া দিয়াছেন ?” বনমালী। না,আমি আপনি আসিয়াছি। বিমলা। কেন তুমি এমন কাজ করিলে? মাথা খাও, তুমি এখনি চলিয়া যাও ! বনমালী বলিল, “আমি তোমার বাবার নাম করিয়া তোমাকে লইতে আসিয়াছি। এখানকার যে-রকম খবর পাই, তাহাতে আমাকে কিছুতে স্থির থাকিতে দিল না।” বিমলা বারবার বলিতে লাগিল--"আমি এখানে বেশ ভাল আছি, মুখে আছি, আমার জন্ত ভাবিরো না। আমার মাথার দিব্য, তুমি এখনি পালাও ।” এমন সময়ে বাহির হইতে একটা পায়ের শব্দ গুন গেল। বিমলা ক্ষণ কালের জন্ত বিবর্ণ হুইয়। ग्रॅहार्ड আত্মসংবরণ করিয়া লইল ५२९ इ*ां९ कई फेफ़ कब्रिध्ना बनभांजौरक তোমাকে সৎপত্রি । 份》岔 f পিতৃগৃহের সংবাদ জিজ্ঞাসা ক করিল। . সাধুচরণ ভিতরে প্রবেশ করিয়া একবার বনমালীর,একবার স্ত্রীর মুখের দিকে চাহিল। বনমালী কছিল, “বিমলাকে সে তাহার বাপের পক্ষ হইতে লইতে আসিয়াছে।” বলিয়া ফলমূলমিষ্টান্নের ঝুড়ির উপরকার আবরণ খুলিয়া দিল। বিমলা ঘরের মধ্যে চলিয়া গেল । সাধুচরণ কহিল, "কই, তোমাকে ত কখনো আমার শ্বশুরবাড়ীতে দেখি নাই!” সে উত্তর করিল, “মশায় ক’বারই বা শ্বশুরবাড়া গেছেন ।” “ আচ্ছা,আপনি এই ঘরে আসিয়া বক্ষন” —বলিয়া সাধুচরণ বনমালীকে ঘরের ভিতরে আনিয়া বাহির হইতে দ্বার বন্ধ করিয়া তালা লাগাইয়া দিল । তাহার স্ত্রী যে ঘরে প্রবেশ করিয়াছিল, সে ঘরেও আর-এক তালা পড়িল । তাহার পরে দুই দোদুল্যমান পায়ের আঘাতে টাটু, ঘোড়াকে উত্তেজিত করিতে করিতে চষ। মাঠের মধ্যে ধূলা উড়াইয়া সাধুচরণ শ্বশুরবাড়ীর দিকে চলিয়৷ গেল। মধ্যাহ্বভোজনের পরে ঘরের বিড়ালটি প্রতিদিন যেমন ঘুমায়, তেমনি আরামে প্রাঙ্গণকোণের ছায়ায় পড়িয়া ঘুমাইতে লাগিল এবং বহুদুর মাঠ হইতে রাখালবালকের গানের উচ্চভান আসিয়া ঘুঘুর ডাকের সহিত আপনার করুণ মিশাইল। 崇 髒 髒 髒 রাত্রে গ্রাম নিমুগু ! কি কৌশলে জানি না, বনমালীর কারাদার খুলিয়৷ বিমলা চুপিচুপি কহিল—“তুমি পালাও!”