পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবম সংখ্যা । ] *फ़ेिब्रनिन” । 8 26. কে জানে মোদের মাঝে আসিয়া মরণ হরিয়া লইয়া বাবে কাহারে প্রথম। প্রবীণ নাবিকগণ उशैषां बनश्च खभिद्रां बभिश्न। দেখিয়াছে শতবার তরিখানি আসিয়াছে কুলেতে ফিরিয়া । কিন্তু একদিন সেই তরিখানি পাড়ি দিল উত্তরপ্রদেশে ; আর দেখা নাহি তার ;– মেরুর বরফে বুঝি চূর্ণ হ’ল শেষে। দেখিয়াছি কতবার— বহিত বসন্ত-বার যবে ধীরে ধীরে, ভ্রমন্ত বিহঙ্গগুলি মোর এই গৃহতলে আসিত গো ফিরে । এইবার কিন্তু হায় ! সেই সে বসন্ত এল —তার নাই নীড়ে ! তব ভালবাসা প্রিয়ে রবে চিরদিনতরে বলিছ অামায়, কিন্তু আমি ভাবি মনে,— কত লোক গেল চলি’ —ন ফিরিল হায় ! তাই বলি, “চিরদিন” এই কথা নাহি সাজে মর্ত্য রসনায় ! শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ।