পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नबम जरषn । ] পারির কঙ্কাল। te আমি হঠাৎ প্রেমাসক্ত, ঈর্ষাম্বিত, ছৰ্বত্ত ও দুঃসাহসী হয়ে পড়লেম । সেই অবধি বন্ধু আমার চক্ষুশূল হলেন, আর আমি সেই ब्रथमैौएक गभरष्ठ शनरब्रब्र जश्ऊि उॉणबांग्रृङ লাগলেম। তার কেমন-একটি শিশুসুলভ সরলতা ছিল, আমার সঙ্গে সে বন্ধুর মত ব্যবহার কর্ত। আমি প্রারই তার সঙ্গে একলা দেখা-শুনা করতেম। আমার भनरक छद्र कब्रप्ड अरनक ¢कडे कबृष्णभ কিন্তু সকলই বুখা হ’ল । শেষে আমিই হার মানূলেম।” —“সেই রমণীও কি তোমাকে ভালবাস্ত ?” —“এখনি সমস্ত জানতে পারবেন, শেষপর্য্যন্ত আমার কথাটা গুমুন। “একদিন গ্রীষ্মকালের সায়াহ্লে,—যখন আমার শৈশববন্ধু কোন বিষয়কাৰ্য্য উপলক্ষে অন্যত্র চলে গিয়েছিলেন—আমি তার বাগদত্ত প্রণয়িনীকে বল্লেম—“চল, আমরা স্থজনে একটু মাঠে বেড়িয়ে আসি।” কি মুনার সন্ধ্য!--মেঠো পথের ধারে কেমন সুন্দর ফুল ফুটে রয়েছে ! আহ, চারিদিকে কি আনন্দ !—কি স্বগন্ধ ! সেই রমণীর দোদুল্যমান বেশ-আলুলিত কেশ– সাক্ষাৎ রতিদেবী বলে মনে হতে লাগল। আমি তার পিছনে-পিছনে চলতে লাগলেম -आमाद्र छ्ंडे दिशs । भूइप्6ब्र अछ पर्भ দেখতে পেয়ে পাপীর মনে ষে ভাব হর श्रांगांब्र ठांहे श्रब्रहिण ! - “জমির একটা সরোবরের ধারে এসে পড়লেম , তার চারিদিকে “উইলো গাছের प्लेजङइब्रिड *ांथांच्झरु । ब्रभबैौ ८नहेथांदन मैंप्लांटणन ; ऍांङ्गिाग्र श्रटनकऋ* @ङ्कडिब्र সেই সরস-নবীন প্রশান্ত শোভা দেখতে লাগলেন ; সেখানকার বিমল সুগন্ধি বায়ু অনেকবার পূর্ণনিশ্বাসে গ্রহণ করলেন ; আননো তার হৃদয় উল্লসিত হয়ে উঠল । আর, হৃদয়ের উচ্ছাস মৃদ্ধমধুর ওজনে তার মুখ হতে মধ্যে-মধ্যে নিঃস্থত হতে লাগল। আহা ! সেই মুহূর্বে তাকে কি মুন্দরই দেখাচ্ছিল!” —“উঃ ! এ যে অসহ যন্ত্রণা !”— অধ্যাপক বলিয়া উঠিলেন । "একটু ধৈর্য্য ধরে থাকুন। আমি সমস্তই আমুপূৰ্ব্বিক বলচি—একটি কথাও বাদ দেব না। তার পর, আমি উইলোগাছের তলা হতে একটি বনফুল কুড়িয়ে নিয়ে কাপতে-কাপতে তার হাতে দিলেম ; রমণী আমার মনের আবেগ লক্ষ্য করতে পারে নি ; সে ফুলটি সহজভাবে নিরে মাথায় পরলে, আর বল্লে— ‘আপনার বড় অমুগ্রহ ।”

  • ँ ह१ भभूव गङ्गौरडङ्ग बङ षषिांश्च কাণে যেন বাজ তে লাগলো, নিজের উপর আমার আর কোস কর্তৃত্ব রইল না ! আমি ভাকে একদৃষ্টে দেখতে লাগলেম। তার পর সহসা উন্মত্তের দ্যায় অধীর হয়ে তার হাতছুটি ধরে বল্লেম :-"আমি তোমাকে ভালবাসি।” ..

"ब्रभमै श्रवख्ञांब्र पृछैिरङ श्रांभांब्र भांटन চেয়ে ভয়ে চীৎকার করে উঠল। “তখন, আমি উদাম বাসনার বশীভূত হয়ে, উন্মত্তভাবে, ছাপাতে-ছাপাতে, তাকে জলের ধারে টেনে-নিয়ে গেলেম —জমে