পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নৰম সংখ্যা । ] পাত্রির কঙ্কাল। چde ভয়ানক, এখন সেই কথা আপনার নিকট প্রকাশ করব। আমাকে মার্জন করবেন, ষে নির্দোষী রমণী আমাদের এই সব দুর্দশার কারণ,—তিনি তেরেসিত, আর সেই হতভাগ্য পাদ্রির নাম...” —“রাফায়েল ?”—অধ্যাপক বলিয়া উঠিলেন ; এবং সেই একই সময়ে সবেগে পাদ্রিকে আক্রমণ করিয়া তাহার গল। টিপিয়া ধরিলেন । o — —“হতভাগা ! তোকে আমি মার্জন করব, এ কথা মনে করতেও তোর সাহস হয় ? বল, তুই তেরেসিতার কি কর্লি ?— এখনও কি সে বেঁচে আছে ?” ——“সেই সরোবরের জল থেকে চাষার যখন আমাদের দুজনকে তোলে, তখন হতভাগ্য আমিই শুধু জীবিত ছিলেম— তেরেসিতা জলমগ্ন হয়ে”......এই কথা বলিতে বলিতে পাদ্রি পিছু হটয়া ঘরের অপর প্রান্তের দিকে চলিতে লাগিল । ——“তবে তুই ভায় মৃত্যুর কারণ ?”— এই বলিয়া অধ্যাপক সেই পাদ্রিকে জাপটিয়া-ধরিয়া শষ্যার উপর পাড়িয়া ফেলিলেন। *হতভাগা ! এই তোর প্রতিশোধ !”—এই বলিয়া একটা ছোরা লইয়। পাদ্রির বুকে বসাইয়া দিলুেন | কিন্তু একি কাণ্ড ! সেই ছোরাটা শরীরের মধ্যে প্রবেশ না করিয়া, কি-যেন একটা শক্ত জিনিষে ঠেকিয়৷ পিছ লাইয়া পাশ্বের উপর আসিয়া পড়িল । ইতিপূৰ্ব্বেই পাদ্রি അബ অন্তৰ্হিত ইয়াছিল। অধ্যাপক দেখিলেন, ছিপে-ধরা সেই কঙ্কালটিই তার সম্মুখে প্রসারিত, তিনি সেই কঙ্কালের বুকেই ছোরা বসাইয়া দিলেন । এই সব ঘটনার কয়েকমাস পরে, অধ্যাপক সংবাদপত্রে নিম্নলিখিত ছত্রগুলি পাঠ করিলেন ঃ– “চীনদেশের উপকূলে লইচেউ-প্রারদ্বীপে, পাদ্রি-রাফায়েল—যিনি অনেকবৎসর যাবৎ চীনে খৃষ্টধৰ্ম্ম প্রচার করিতেছিলেন, তিনি গত ২৫শে অক্টোবর তারিখে নিজশয্যায় শত্রুর ছুরিকাঘাতে নিহত হইয়াছেন।” অধ্যাপক সেই অদ্ভুত কঙ্কালের বিবরণ ইতিপূৰ্ব্বে স্বীয় স্মৃতিলিপিপুস্তকে লিথিয় রাখিয়াছিলেন, এক্ষণে উছার সহিত মিলাইয়। দেখিলেন, ঠিক ঐ তারিখেই সেই কঙ্কালটিও অদৃশু হয় । ইহা হইতে তিনি যেন জ্ঞানের একটি নুতন রশ্মি দেখিতে পাইলেন। চৌম্বকাকর্ষণের ফলে দূরবর্তী ঘটনায় ছায়া কিরূপে চিন্তার মধ্যে আসিয়া পড়ে—কিরূপে দুই সদৃশ ঘটনা এক সময়েই ংঘটিত হয়—এককথায়, “বুদ্ধির মরীচিকা" কিরূপে উৎপন্ন হর, এক্ষণে তাহারই অমুসন্ধানে তিনি প্রবৃত্ত হইলেন। পরে ঐ নামে তিনি এক সুদীর্ঘ প্রবন্ধ রচনা করিলেন। সে প্রদেশের লোকের। লক্ষ্য করিল, অধ্যাপক আর যাহাই করুন না কেন, সেই অবধি ছিপ দিয়া আর মাছ १tुन् न । শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। !