পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অতৃপ্তি। –O ঘেরিয়া রয়েছে প্রেম আমারে নিয়ত পরিব্যাপ্ত অন্তহীন আকাশের মত। বিরহ-তাপিত তৰু এ শূন্ত অস্তরে কোনো পরিতৃপ্তি নাই নিমেষের তরে । সার্থকতা সেই মোর প্রিয়জনে কত ভালবাসা বেসেছিয়, এ মনের কত শত আশা দেহকোমলতা, সপেছিছু তারি পরে,আজ সে একটু ষেই দুরে গেছে সরে আর তার পাই না সন্ধান,—হ’ত যদি আকাশ-বাতাস-সম নিত্য নিরবধি পরিপূর্ণ কাছে দূরে, তবে হে দেবতা, অনন্ত প্রেমের মোর হ’ত স্বার্থকতা ! অশ্রান্ত O निन बांटन निन यांब्र कधील कब्र°, শুধু মোর গতিহীন অবসন্ন মন তবুও বিরাম নাই, চলেছে সমান প্রতি দিবসের কাজ আদান প্রদান ! কৃতজ্ঞতা O— ভাল বেসেছিলে বারে সেজন তোমার হারায়ে গিয়েছে তাই এত হাহাকার । পেয়েছিলে ক্ষণকাল তাই তুষ্ট মনে আনন্দে অঞ্জলি দাও দেবতা চরণে ! ঐপ্রিয়ম্বদা দেৰী ।