পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@湾8 बछल-नि । [ २ग्न बई, मांथ । উপকার করিতে সকলেই জন্মাই নাই— অতএব উপকার না করিলে লজ্জা নাই। মিশনারী হইয়া চীন উদ্ধার করিতে ন-ই গেলাম –দেশে থাকিয়া শেয়াল শিকার করিয়া ও ঘোড়দৌড়ে জুয়া খেলিয়া দিনকাটানকে যদি ব্যর্থতা বল, তবে তাহা চীনউদ্ধারচেষ্টার মত এমন লোমহর্ষক নিদারুণ ব্যর্থতা নহে । সকল ঘাস ধান হয় না। পৃথিবীতে ঘাসই প্রায় সমস্ত, ধান অল্পই। কিন্তু ঘাস যেন আপনার স্বাভাষিক নিষ্ফলতা লইয়৷ বিলাপ না করে—সে ধেন স্মরণ করে যে, পৃথিবীর শুষ্কণ্ডুলিকে সে শ্যামলতার দ্বার আচ্ছন্ন করিতেছে, রৌদ্রতাপকে সে চিরপ্রসন্ন স্নিগ্ধতার দ্বারা কোমল করিয়া লইতেছে। বোধ করি, ঘাসজাতির মধ্যে কুশতৃণ গায়ের জোরে ধান্য হইবার চেষ্ট করিয়াছিল—বোধ করি, সামান্য ঘাস হইয়া না থাকিবার জন্য, পরের প্রতি একান্ত মনোনিবেশ করিয়া জীবনকে সার্থক করিবার জন্য তাহার মধ্যে অনেক উত্তেজনা জন্মিয়াছিল—তবু সে ধান্য হইল না। কিন্তু সৰ্ব্বদা পরের প্রতি তাহার তীক্ষলক্ষ্য নিবিষ্ট করিবার একাগ্র চেষ্ট কিরূপ, তাহ পরই বুঝিতেছে। মোটের উপর এ কথা বলা যাইতে পারে যে, এরূপ উগ্র পরপরায়ণতা বিধাতার অভিপ্রেত নহে। ইহা অপেক্ষ সাধারণ তৃণের খ্যাতিহীন, স্নিগ্ধসুন্দর, বিনম্র-কোমল নিষ্ফলতা ভাল। সংক্ষেপে বলিতে গেলে মানুষ দুই শ্রেণীতে বিভক্ত-পনেরো-আনা এবং বাকি এক-অর্ণনা । পনেরো-অান শান্ত এবং এক-আন অশান্ত । পনেরো-আনা অনা বস্তক এবং এক-অান অবিশুক । বাতাসে চলনশীল জলনধৰ্ম্মী অক্সিজেনের পরিমাণ অল্প, স্থির-শাস্ত নাইট্রোজেন্‌ই অনেক। যদি তাহার উণ্ট হয়, তবে পৃথিবী জলিয়া ছাই হয়। তেমনি সংসারে যখন কোনএকদল পনেরো-আনা, এক-আনার মতই অশাস্ত ও আবশ্বক হইয়া উঠিবার উপক্রম করে, তখন জগতে আর কল্যাণ নাই, তখন, যাহাদের অদৃষ্টে মরণ আছে, তাছাদিগকে মরিবার জন্ত প্রস্তুত হইতে হইবে। হিন্দুরসায়নের ইতিহাস। অধ্যাপক ডাঃ প্রফুল্লচন্দ্র রার কৃত হিন্দু রসায়নের ইতিহাস * নামক অভিনব গ্রন্থ পাঠ করিয়া যে দুই-একটি কথা মনে হইয়াছে, তাহ লিপিবদ্ধ করা এই প্রবন্ধের উদেখ, পুস্তকের সমালোচনা নহে, দোষ গুণকীৰ্ত্তনও নহে। না পড়িয়া পণ্ডিত হইতে পারিলে সমালোচনা করিতে বলিতাম ; কিন্তু হিন্দুরসায়নের ইতিহাস যাহার অজ্ঞাত, তাহার পক্ষে সমালোচকপদগ্রহণ श्रांप्नो गांटज नां । 度

  • A History of Hindu Chemistry. By P. C. Ray, D. Sc. Vol. I.