পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] ধৰ্ম্মের সরল অঙ্কুশ । ৫২৯ গুর্জন করিয়া লইতে হুইত, তবে কোনকালে भाहउाथै न। जेबम्बब मान शमन गश्छ, তেমনি অজস্র । - আমার গৃহকোণের জন্ত যদি একটি প্রদীপ আমাকে জালিতে হয়, তবে তাহার জন্য আমাকে কত আয়োজন করিতে হয়— যেটুকুর জন্ত কতলোকের উপর আমার নির্ভর । কোথায় সর্ষপ-বপন হইতেছে, কোথায় তৈল-নিষ্কাশন চলিতেছে, কোথায় তাহার ক্ররবিক্রয়—তাহার পরে দীপসজ্জারই বা কত উদ্যোগ—এত জটিলতায় যে আলোকটুকু পাওয়া যায়, তাহ কত অল্প ! তাহাতে আমার ঘরের কাজ চলির যায়, কিন্তু বাহিরের অন্ধকারকে দ্বিগুণ ঘনীভূত করিয়া তোলে। বিশ্বপ্রকাশক প্রভাতের অালোককে গ্রহণ করিবার জন্ত কাহারো উপরে আমাকে নির্ভর করিতে হয় না,—তাহা আমাকে রচনা করিতে হয় না, কেবলমাত্র জাগরণ করিতে হয় । চক্ষু মেলিয়া ঘরের দ্বার মুক্ত করিলেই সে আলোককে আর কেহ ঠেকাইয়। রাখিতে পারে না । যদি কেহ বলে, প্রভাতের আলোককে দর্শন করিবার জন্য একটি অত্যন্ত নিগুঢ় কৌশল কোথাও গুপ্ত আছে, তবে তৎক্ষণাৎ এই কথা মনে হয়, নিশ্চয় তাহ প্রভাতের আলোক নহে-নিশ্চয় তাহ কোনো কৃত্রিম আলোক-সংসারের কোন বিশেষ-ব্যবহারযোগ্য কোনো ক্ষুদ্র আলোক। কারণ, বৃহৎ আলোক আমাদের মস্তকের উপরে আপনি बबिंड़ रहेब्रॉथारैक-क्रूज श्राव्णाटकब्र बछहे অনেক কলকারখানা প্রস্তুত করিতে হয়। যেমন এই আলোক, তেমনি ধৰ্ম্ম । তাহাও এইরূপ অজস্র, তাহা এইরূপ সরল। তাছা ঈশ্বরের আপনাকে দান,—তাহ নিত্য, তাহ ভূম,তাহা অামাদিগকে বেষ্টন করিয়া অামাদের অন্তর বহিরকে ওতপ্রোত করির স্তৰু হইয়া রহিয়াছে। তাহাকে পাইবার জন্য কেবল চাহিলেই হইল, কেবল হৃদয়কে উল্মীলিত করিলেই হইল। আকাশপূর্ণ দিবালোককে উদ্যোগ করিয়া পাইতে হইলে যেমন আমাদের পক্ষে পাওয়া অসম্ভব হইত, তেমনি আমাদের অনন্তজীবনের সম্বল ধৰ্ম্মকে বিশেষ আয়োজনের দ্বারা পাইতে হইলে সে পাওরা কোনকালে ঘটিয়া উঠিত না । আমরা নিজে যাহা রচনা করিতে যাই, তাহা জটিল হইয় পড়ে। আমাদের সমাজ জটিল, আমাদের সংসার জটিল, আমাদের জীবনযাত্রা জটিল। এই জটিলতা আপন বহুধাবিভক্ত বৈচিত্র্যের দ্বারা অনেকসময় বিপুলত ও প্রবলতার ভাণ করিয়া অামাদের মূঢ়চিন্তকে অভিভূত করিয়া দেয়। যে দার্শনিক গ্রন্থের লেখা অত্যন্ত ঘোরালো, আমাদের অজ্ঞবুদ্ধি তাহার মধ্যেই বিশেষ পণ্ডিত্য আরোপ করিয়া বিস্ময় অনুভব করে। যে সভ্যতার সমস্ত গতিপদ্ধতি দুরূহ ও বিমিশ্রিত, যাহার কলকারখানা অায়েtজন-উপকরণ বহুলবিস্তৃত, তাহ আমাদের দুৰ্ব্বল অন্তঃকরণকে বিহবল করিয়া দেয়। কিন্তু যে দার্শনিক দর্শনকে সহজ করিয়া দেখাইতে পারেন, তিনিই যথার্থ ক্ষমতাশালী ধীশক্তিমান, যে সভ্যতা আপনার সমস্ত ব্যবস্থাকে সরলতার দ্বার স্বপূখল ও