পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম সংখ্যা । ] ধৰ্ম্মের সরল মাদর্শ। 69속 অস্তরেই লাভ করিতে ভারতবর্ষ বলে, যিনি বিশ্বে भांटाइन তাহাকে বিশ্বের মধ্যেই উপলব্ধি করা তারতবর্ষের সাধনা—আমরা যে অমৃতলোকে সহজেই বাস করিতেছি, দৃষ্টির বাধা দূর করিয় তাহাকে প্রত্যক্ষ করিবার জন্তই ভারতবর্যের প্রার্থনা—চিত্তসরোবরের যে অনাবিল অচাঞ্চল্য, যাহার নাম সন্তোষ, আনন্দের যাহা দৰ্পণ, তাহাকেই সমস্ত ক্ষোভ হইতে রক্ষা করা, ইহাই ভারতবর্ষের শিক্ষণ । কিছু কল্পনা করা নহে, রচনা করা নহে, আহরণ করা নহে ; জাগরিত হওয়া, বিকশিত হওয়া, প্রতিষ্ঠিত হওয়া,—বাহ আছে তাহাকে গ্রহণ করিবার জন্ত অত্যন্ত সরল হওয়া । বাহ সত্য তাহা সত্য বলিরাই আমাদের নিকটতম,—সত্য বলিয়াই তাহা দিবালোকের ন্তায় আমাদের সকলেরই প্রাপ্য, তাহা আমাদের স্বরচিত নহে বলিয়াই তাহ আমাদের পক্ষে সুগম, তাহ আমাদের সম্যক্ যারণার অতীত বলিরাই তাহ আমাদের চিরজীবনের আশ্রয়,— তাহার প্রতিনিধিমাত্রই তাহা অপেক্ষা স্বদুর—তাহাকে আমাদের কোন আবশুকবিশেষের উপযোগিরূপে, বিশেষ আয়ত্তগম্যরূপে সহজ করিতে চেষ্টা করিতে গেলেই তাহাকে কঠিন করা হয়, তাহাকে পরিত্যাগ कब्र रुद्ध–अपौब्र श्रेग्न उ िशरक बाशफ्षरब्रब्र गटश थे जिब ८बङ्गांश्रण निरछब्र স্বষ্টিকেই খুজিয়া ফিরিতে হয়—এইরূপে চেষ্টার উপস্থিত উত্তেজনামাত্র লাত করি, কিন্তু চরম সার্থকতা প্রাপ্ত रुंहे नां । पञांख আমরা ভারতবর্ষের সেই উপদেশ ভুলিয়াছি, उांशञ्च अकजक गब्रणष्ठभ बिब्रांtउभ ७कनिई श्रांम* श्हेtउ खट्टे शहेग्ना भंडषांबिछख् খৰ্ব্বত-খণ্ডতার দুর্গম গহনমধ্যে মায়ামৃগীর অনুধাবন করিয়া ফিরিতেছি! হে ভূারতবর্ষের চিরারাধ্যতম অন্তর্যামি বিধাতৃপুরুষ, তুমি আমাদের ভারতবর্ষকে সফল কর । ভারতবর্ষের সফলতার পখ একান্ত সরল একনিষ্ঠতার পথ । তোমার মধ্যেই তাহার ধৰ্ম্ম, কৰ্ম্ম, তাহার চিত্ত পরম ঐক্যলাভ করির জগতের, সমাজের, জীবনের সমস্ত জটিলতার নিৰ্ম্মল সহজ মীমাংসা করিরাছিল। যাহা স্বার্থের, বিয়োধের, সংশয়ের নানা শাখাপ্রশাখার মধ্যে আমাদিগকে উত্তীর্ণ করিয়া দের, যাহা বিবিধের আকর্ষণে আমাদের প্রবৃত্তিকে নানা অভিমুখে বিক্ষিপ্ত করে, বাহা উপকরণের নানা জঞ্জালের মধ্যে আমাদের চেষ্টাকে নানা আকারে ভ্ৰাম্যমাণ করিতে থাকে, তাহা ভারতবর্ষের পন্থী নহে। ভারতবর্ষের পথ একের পথ, তাহা বাধাবিবর্জিত তোমারি পথ—আমাদের বৃদ্ধ পিতামহদের পদাঙ্কচিহিত সেই প্রাচীন প্রশস্ত পুরাতন সরল রাজপথ যদি পরিত্যাগ না করি, তবে কোনমতেই অমিয়া ব্যর্থ হইব না। জগতের মধ্যে অদ্য দারুণ দুর্যোগের দুদিন উপস্থিত হইয়াছে—চারিদিকে যুদ্ধভেরী বাজিয়া উঠিয়াছে—বাণিজ্যরথ দুৰ্ব্বলকে ধূলির সহিত দলন করিয়া ঘর্ঘরশব্দে চারিদিকে ধাবিত হইয়াছে—স্বার্থের, ঝঞ্জাবায়ু প্ৰলয়গর্জনে চারিদিকে পাক খাইয়া ফিরিতেছে—হে বিধাতঃ, পৃথিবীর লোক আজ তোমার সিংহাসন শূন্য মনে করিতেছে, ধৰ্ম্মকে অভ্যাসজনিত সংস্কারমাত্র মনে করিয়া নিশ্চিন্তচিত্তে যথেচ্ছাচারে