পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6:8 e বঙ্গদর্শন। [২য় বর্ষ, মাঘ। मिन जयांह द्र निछत्र शिळग्रांरब्र श्रडिनब्र করিবেন বলিয়া প্রতিশ্রত হইয়াছেন, তাই অবিশ্রান্তভাবে স্বীয় বেশভূষার বিবিধআয়োজন-সংগ্রহে ব্যাপৃত ! 觀 যাহাই হউক, এক্ষণে উভয়ের মধ্যে অবকাশমত কথাবার্তা চলিতে লাগিল । রাজবাটীতে যাহা যাহা ঘটিয়াছিল, শ্ৰীমতীর সম্বন্ধে সম্রাটু ষে-সমস্ত বেয়াদবীর কথা বলিয়াছিলেন, পোনেরো মিনিটের মধ্যে খাপ্তালের নিকট হইতে শ্ৰীমতী সমস্তই অবগত হইলেন ; এবং ক্রোধাবিষ্ট হইয়া বলিয়া উঠিলেন —“ও ! কি দেমাক্‌ ! আমাদের সঙ্গে এইরূপ ভাবে ব্যবহার করেন যেন আমরা অধমের অধম ; আর মনে করেন, তু-করে ডাকলেই বুঝি আমরা তার দরজায় গিয়ে হাজির হব। সুলতান-বাহাছর কখন যদি এখানে আসেন তো মজাট। দেখিরে দি। সম্রাটু—সম্রাটু—সম্রাটুকে আমি থোড়াই কেয়ার করি। র্তার নিজের থিয়েটারে কাল আমি তো আর যাচ্চি নে ৷” শুীপতাল উদ্বিগ্ন হইয়া বলিলেন :– শ্ৰীমতি ! তুমি এর ফলাফল ভাবচ না। তুমি যদি না যাও, তা হ’লে যে বিদ্রোহঅপরাধে অপরাধী হবে । তোমার সঙ্গে পূৰ্ব্ব হ’তে বন্দোবস্ত হয়ে আছে, আর এখন তুমি সম্রাজ্ঞীর সম্মুখে উপস্থিত হবে না। ভেবে দেখ, নিমন্ত্রণই তার হুকুম-দস্তুরমত হকুমেরই সামিল।” —"সে তো আরো খারাপ ! স্বা হবার তা হবে। আমি প্রতিজ্ঞ করেছি যাব না; আমার এক কথা বই দুই কথা নয়।” সচিব স্বীয় প্ৰাণেশ্বরীর রোষশাস্তির জন্য বিধিমতে চেষ্টা করিলেন। কিন্তু, কি ভয়প্রদর্শন, কি অনুনয়, কিছুতেই তাহাকে শাস্ত করিতে পারিলেন না। শ্ৰীমতী বুর্গোন্ধ্যায় একপ্রকার আছরেপনার একগুঁয়েমি ছিল । আর, তিনি মনে করিতেন, সৌন্দর্ঘ্যের রাজদণ্ড যখন তাহার হস্তে, অন্য রাজদও তাহার নিকট অতি তুচ্ছ! কিন্তু তাহার পরদিন, বোনাপার্ট ইহার বিপরীত কথাটাই সপ্রমাণ করিয়া দিলেন। অবাধ্যতা-অপরাধে ধৃত করিয়া পরদিবসই তাহাকে কারাগারে পাঠাষ্টয়া দিলেন। কারাগারে গিয়া শ্ৰীমতী বুঝিলেন, তিনি যে-সমস্ত বিষয়ে অভিমান রাখেন, তাহ নিতান্তই শূন্তগর্ভ। এই প্রতিশোধ লইবার পর, আবার অন্তপ্রকার প্রতিশোধের উদ্যোগ চলিতে লাগিল । কেন না, শ্ৰীমতীর সেই প্রতিজ্ঞার কথা সম্রাটের কাণে আসিয়াছিল। তাই, সম্রাট একদিকে যেমন অভিনেত্রীর হিসাবে র্তাহাকে দণ্ডিত করিয়াছিলেন, অন্যদিকে রমণীর হিসাবেও তাহাকে আবার শাসিত করিবেন, সঙ্কল্প করিলেন। কিন্তু এ কাজটি তেমন সহজ নহে; কেন না, ইহাতে শ্ৰীমতীর সন্মতি নিতান্তই আবশ্বক ; এবং ইতিপূৰ্ব্বে বেরূপ নিৰ্দ্দয়ভাবে তাহাকে কারাবদ্ধ করা হইয়াছিল, তাহাতে তিনি যে সহজে র্তাহার সন্মতি পাইবেন, তাহারও বড়-একটা সম্ভাবনা ছিল না। কিন্তু এই সকল বাধাবিঘ্ন সেই স্বেচ্ছাচারী সম্রাটুকে নিরুৎসাহ, কর দূরে থাকুক, প্রত্যুত এই কাৰ্য্যসাধনে তাহাকে আরো উত্তেজিত করিল। তিনি প্রতি