পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&88 বঙ্গদর্শন। [ ২য় বর্ষ, মাখ। জানাবে, “কমেডি-ফ্রাসেজ”-থিয়েটারে আমি র্তার পচিশহাজার টাকা বেতন স্থির করে? দেব ; তার থাকবার জন্য একটা বাড়ী দেব ; আর সেই বাড়ী সাজাবার জন্য আরো পঞ্চাশহাজার টাকা নগদ দেব।” এত সহজে তাহার বাসনা পূর্ণ হইবে, শ্ৰীমতী তাহা ভাবেন নাই, তাহার মাথা ঘুরিয়া গেল। ভাবিলেন, দেখি যদি আরো কিছু মোড় দিয়া আদায় করিতে পারি। তাই, ট্যালেরার কথা শেষ না হইতে হইতেই শ্ৰীমতী বলিলেন —“আমাকে বিবেচনা করতে একটু সময় দিন। আপনার সম্রাটু চিরকালই সমান ; তিনি মনে করেন, একটু অনুগ্রহ দেখালেই অম্নি বুঝি লোকে র্তার পায়ে এসে গড়িয়ে পড়বে।” ট্যালেরণ আবার বলিতে আরম্ভ করিলেন –‘আর যদি শ্ৰীমতী ইতস্তত করেন দেখ, তা হ’লে তাকে বলবে, তার জন্ত দশলক্ষ টাকার বার্ষিক অবসর-বৃত্তি নির্দিষ্ট করে’ দিয়ে তাকে আমি ডচেশ-উপাধি দেব ? অভিনেত্রীর মুখ এইবার আনন্দে উৎফুল্ল হইয়া উঠিল ;–সে বলিল ;–“ডচেশ !— আমি ডচেশ হব ?” t --“श्वणि আৰু সন্ধ্যার সুয় অনুগ্রহ করে সম্রাটু-বাহাদুরের প্রাসাদে যাও, তা হ’লে সম্রাটু আজি আহলাদের সহিত ডচেস্থ উপাধির দানপত্র স্বয়ং এসে তোমার হাতে দেবেন।” শ্ৰীমতী রাজকীয় মুহিমা ও গাম্ভীৰ্য্য ধারণ করিয়া সগৰ্ব্বে বলিলেন —“আচ্ছ, আমি সম্মত হলেম।” - , —“আচ্ছ, আজ তবে সন্ধ্যার সময় সম্রাটের গাড়ি হাজির হয়ে শ্ৰীমতী উচেশের আদেশ প্রতীক্ষা করবে।” এই কথা বলিয়া ট্যালের অভিনেত্রীর হস্তচুম্বন করিয়া হাস্যেদীপক-গাম্ভীৰ্য্য-সহকারে প্রস্থান করিলেন । শ্ৰীমতী আজ কি করিয়া বিশ্ববিজয়িনী —বিশ্ববিমোহিনী মূৰ্ত্তিতে সম্রাটুকে দেখা দিবেন, এই চিন্তায়, এই উদ্যোগ-আয়োজনে দিবসের অবশিষ্টভাগ উৎসর্গ করিলেন। প্রথমে সুগন্ধি-জলের চৌবাচ্ছার অবগাহন করিলেন; পরে, পরিধেয় বসনাদি ও “চিকণ চিকুর’ মুবাসিত করিয়া বেশবিন্যাস আরম্ভ করিলেন । র্তাহার পরিচারিকা খোপা বাধিতে লাগিল। দুই-দুই-বার বদলাইয়া এক ধাচার খোপ। অবশেষে তাহার পছন্দ হইল। অনেকক্ষণ ভাবিয়া পরে দীর্ঘলম্বিত একজোড়া ফুল কাণে জুলাইলেন । দশবার বদলাইয়া তবে একটি মনোমত সাটিনের পরিচ্ছদ পরিধান করিলেন। দেহের গঠন পরিস্ফুট করিয়া, উপরের অৰ্দ্ধভাগ খোলা রাখিয়া, মীট-সাটা সেলুকা পরিলেন। র্তাহার অনিন্যসুন্দর শুভ্র স্কন্ধের উপর দি, আজামুলম্বিত একটি কালো রঙের ওড়ন। ফেলিয়া দিলেন । তাহার পর, আয়নার সম্মুখে আসিয়া প্রফুল্লনয়নে আপনাকে নিরীক্ষণ করিতে করিতে আপনার রূপে আপনিই মোহিত হইলেন ; আর পরিচারিকাকে জিজ্ঞাসা করিলেন – “এখন বল, দেখি, তোর কি মনে হয়, আমার এই সাজসজ্জায় আমাদের ক্ষুদেসর্দার’-এর • মন ভুল বে ?

  • নেপোলিয়ানের নিজ সৈন্তমধ্যে পেট কর্পোর্যাল অর্থাৎ ক্ষুদে সর্দার’ अ३ আছরে নাম প্রচলিঃ झ्छि ।