পাতা:বঙ্গদর্শন নবপর্যায় দ্বিতীয় খণ্ড.djvu/৫৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@8S দর্শন। [ २झ बे,ि षषि१ ফিরিয়া আসিল। কিন্তু শ্ৰীমতী দেখিলেন, তার মুখে নৈরাশ্য প্রকটত। দীর্ঘনিশ্বাস ছাড়িয়া সে বলিল —“শ্ৰীমতি, কি আর বলব—” —“কি খবর ?—বল না গে।” —“আমার ভয় হচ্চে, পাছে আপনি রাগ করেন ।” ——“বল বল, যাই হোক না, আমি শোনুবার জন্য প্রস্তুত আছি।” ——“আমি তাকে যখন জানালেম, আপনি আর সবুর করতে পার চেন না, তখন সম্রাট বাহাদুর আমাকে বল্লেন – “দেখ মারশা, শ্ৰীমতী বুর্গোয়্যাকে আমার অতিবাদন দিও,আর এই কথা বোলে,তিনি যদি আর অপেক্ষ কুরতে না পারেন, আমি অনুমতি দিচ্চি, তিনি যেতে পারেন।” শ্ৰীমতী ক্রোধান্ধ হইয়া বলিয়া উঠিলেন —“কি অহঙ্কার ! দেখ মাশ1, (সম্রাটের স্বর নকল করিয়া ) নারীসন্মানজ্ঞ তোমার প্রভুকে আমার প্রত্যভিবাদন দিও, আর তাকে এই কথা বোলে,তার অনুমতিক্রমে আমি যাচ্চি—তিনিও আমার হৃদয় হ’তে জন্মের মত গেলেন জানৰে ।” এই ক্রোধরঞ্জিত কথাগুলি বলিয়া— যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়িতেই আবার আরোহণ করিয়া, মৰ্ম্মাহত অপমানিত শ্ৰীমতী বুর্গোয়্যা স্বগৃহে প্রত্যাগমন করিলেন । একটা কথা বলিতে ভুলিয়াছি। যে সময়ে শ্ৰীমতী গাড়ির পা-দানে পা দিলেন, ঠিক সেই সময়ে ট্যালের। নষ্টামি করিয়া প্রাসাদের একটা গবাক্ষ হইতে মুখ বাড়াইয়। বলিয়া উঠিলেন —“সেলাম পৌছে শ্ৰীমতী ডচেশ বাহাদুর —আর ডিউকৃবাহাদুর শ্যাপ তালকেও আমার বহুৎ-বহুৎ সেলাম !” শ্ৰীজ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। বাল্মীকি ও কৃত্তিবাস। আমাদের দেশের প্রতি পল্লীতে ভদ্র ও চাষ, বিশিষ্ট ব্রাহ্মণ ও সামান্য দোকানদার, পাচশত বৎসর ষে কৃত্তিবাসী রামায়ণ পড়িয়৷ আসিতেছে, সেই রামায়ণে বাল্মীকিপ্রণীত আদি মহাকাব্যের রসলহরী কতদূর অনু দিত হইরাছে, তাহা বিচাৰ্য্য। কৃত্তিবাস নিজে সংস্কৃতজ্ঞ প্রতিভাশাগী পণ্ডিত ছিলেন, ठिनि छांबांग्न अळूवांम कब्रिrड़ याहेम्नां श्रानिকৰির পদচিহ্ল - অমুসরণ করিয়াছিলেন ৰলিয়াই বোধ হয়। কিন্তু কৃত্তিৰাসের আদৎ পাওলিপি ছপ্রাপ্য। পরিষৎ প্রাচীন করেকখানি পথি অবলম্বন করিয়া ৰে কৃত্তি বাসী রামায়ণ প্রকাশ করিতেছেন,তৎসম্পাদক মহাশয় অবশু দৃঢ়তার সহিত বলিতে পরিবেন না যে, সেখানি ঠিক কভিৰাল প্রণীত রামায়ণেরই সংস্করণ। কৃত্ত্বিবাস কি লিখিয়াছিলেন, তাহ জানিবার উপায় নাই। তবে বর্তমান বটতলীর প্রকাশিত